কলকাতা : রাজ্যের সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলির অবস্থা খুবই খারাপ । একের পর এক হল বন্ধ হয়ে যাওয়ার জোগাড় । তার উপর লকডাউনের জেরে বন্ধ সবকিছুই । পাশাপাশি রয়েছে করের বোঝাও । এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে হল মালিকদের কপালে । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার অ্যাসোসিয়েশনের (EIMPA) প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।
সেই চিঠিতে 2020-21 সালের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন কর ও ফি মকুব করার অনুরোধ করা হয়েছে।পাশাপাশিবিদ্যুৎ বিল মকুব করার অনুরোধও করা হয়েছে মুখ্যমন্ত্রীকে ।