পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিঙ্গল স্ক্রিনের হলগুলির বিভিন্ন কর মকুব করা হোক, চিঠি মুখ্যমন্ত্রীকে - EIMPA HOUSE

লকডাউনের জেরে বন্ধ সিনেমা হলগুলি । বন্ধ রোজগার । ফলে সমস্যায় পড়েছেন হলের মালিকরা । তাই একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল EIMPA ।

dgf
dfg

By

Published : Apr 22, 2020, 3:48 PM IST

কলকাতা : রাজ্যের সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলির অবস্থা খুবই খারাপ । একের পর এক হল বন্ধ হয়ে যাওয়ার জোগাড় । তার উপর লকডাউনের জেরে বন্ধ সবকিছুই । পাশাপাশি রয়েছে করের বোঝাও । এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে হল মালিকদের কপালে । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার অ্যাসোসিয়েশনের (EIMPA) প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।

সেই চিঠিতে 2020-21 সালের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন কর ও ফি মকুব করার অনুরোধ করা হয়েছে।পাশাপাশিবিদ্যুৎ বিল মকুব করার অনুরোধও করা হয়েছে মুখ্যমন্ত্রীকে ।

এদিকে কয়েক বছর ধরে এই সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি এমনিতেই নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে । 70-75% সিনেমা হল বন্ধ ।

সাম্প্রতিককালে অ্যানুয়াল মিনিমাম গ্যারান্টি রেভিনিউ সিস্টেমে চলছে হলগুলি । বিদ্যুৎ খরচ ন্যূনতম হওয়া সত্ত্বেও লাখ খানেক টাকা দিতে হয় । কোনও রোজগার না থাকলে তা দিতেও সমস্যা হবে বলে মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানানো হয়েছে ।

পিয়া সেনগুপ্ত বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি । আমাদের চিঠিতে মূলত কর মকুব ও বিদ্যুৎ বিলের বিষয়টি তুলে ধরা হয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details