হায়দরাবাদ, 7 এপ্রিল : সম্প্রতি অপর্ণা সেন পরিচালিত 'দ্য রেপিস্ট'-য়ের শুটিং শেষ করলেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা এবং অভিনেতা অর্জুন রামপাল ৷ 'গয়নার বাক্সের' পরে দীর্ঘ আট বছর পর আবার এক সঙ্গে কাজ করলেন এই মা-মেয়ের জুটি ৷ অপর্ণা সেন 'দ্য রেপিস্ট' ছবির মধ্যে দিয়ে ধর্ষণ পরবর্তী পরিণতি কী হয় তার প্রতিচ্ছবি ফুটে উঠবে ৷
কঙ্কনা সেনশর্মা এবং অপর্ণা সেন- মা মেয়ের এই জুটি যখনই একসঙ্গে কাজ করেছেন ভারতীয় চলচ্চিত্রকে নতুন কিছু উপহার দিয়েছেন বারবার ৷ অপর্ণা সেনের এই নতুন ছবি তিনটি চরিত্রের জীবনের গল্প বলবে, যাদের জীবন একটি ঘটনাকে কেন্দ্র করে এক সূত্রে জুড়ে গিয়েছে ৷ এই ছবিতে যে শুধুমাত্র একজন ধর্ষণের শিকার নারীর গল্পই বলবে তাই নয়, ধর্ষণ করার পর সেই অপরাধীর কী হয় তাও দেখাবে ৷