পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Chakda Xpress Preparations: ঝুলন গোস্বামী হয়ে উঠতে লাগাতার পরিশ্রম বিরাট-ঘরণীর - Chakda Xpress Preparations

চাকদা এক্সপ্রেস ছবির অনুশীলনে মেতে রয়েছেন অনুষ্কা শর্মা ৷ পর্দায় ঝুলন গোস্বামী হয়ে উঠতে চলছে কঠিন মেহনত (Anushka Sharma shares a video of her preparations ) ৷

Chakda Xpress Preparations
ঝুলন গোস্বামী হয়ে উঠতে লাগাতার পরিশ্রম বিরাট-ঘরণীর

By

Published : Mar 11, 2022, 4:47 PM IST

মুম্বই, 11 মার্চ : 'পিকে', 'সুলতান', 'সঞ্জু'-র মত ছবিগুলির জন্য় অনুষ্কা শর্মা রীতিমত জনপ্রিয় দর্শক মহলে ৷ বেশ কিছুদিনের বিরতির পর ফের একবার পর্দায় কামব্যাক করছেন বিরাট-পত্নী ৷ তাঁর আগামী ছবি 'চাকদা এক্সপ্রেস'-এ ভারতীয় মহিলা দলের স্পিডস্টার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৷

চরিত্রের জন্য় ইতিমধ্যেই জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন অনুষ্কা ৷ এর আগেই অনুশীলনের একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী, সেখানে তাঁকে দেখা গিয়েছিল লাল বল হাতে মাঠে নেমে পড়েছেন ৷ ক্রিকেটার পত্নী এবার রুপোলি পর্দায় হয়ে উঠতে চলেছেন ভারতের অন্যতম জনপ্রিয় স্পিডস্টার ৷ তাই প্রস্তুতিতে কোনও ত্রুটি মোটেই রাখতে চান না তিনি ৷ এবার ফের সামনে একটি অনুশীলনের ভিডিয়ো আপলোড করলেন তিনি (Anushka Sharma shares a video of her preparations) ৷

আরও পড়ুন : 'চাকদা এক্সপ্রেস'-এর অনুশীলন শুরু করে দিলেন অনুষ্কা, প্রশংসা ঝুলনের

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, "গেট-সোয়েট-গো ! #চাকদা এক্সপ্রেস, যত আমরা দিন গুনছি অনুশীলন ততই তীব্র কঠিন হয়ে উঠছে ৷" চাকদা এক্সপ্রেস ছবিটির পরিচালনার দায়িত্ব রয়েছে প্রোসিত রায় ৷ কাহিনি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ঝুলনের কথা বলতে গেলে তিনি এই মুহূর্তে মহিলা ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট শিকারি, এটা বললে বোধহয় কিছুই বলা হয় না ৷ তাঁর সবচেয়ে বড় গুণ এটাই যে, আজও বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি মাঠে নিজেকে রোজ প্রমাণ করে চলেছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details