লস অ্যাঞ্জেলস, 9 মার্চ : আগামী 27 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে 94তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান ৷ সারা বিশ্বব্যাপী বিভিন্ন নির্মাতাদের নানা ভাষার ছবি, অভিনয়কে সম্মানিত করবে এই মঞ্চ ৷ এবার সামনে এল এই অনুষ্ঠানের নতুন কিছু উপস্থাপকদের নাম ৷ বুধবার এই শোয়ের প্রযোজক উইল পার্কার এবং শায়লা কোয়ান অতিরিক্ত উপস্থাপকদের এই সূচী ঘোষণা করেছেন (Additional Presenters For the 94th Oscars) ৷
এই তালিকায় রয়েছেন রুথ ই কার্টার, অ্যান্থনি হপকিন্স, লিলি জেমস, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক এবং উমা থারম্যান। এছাড়া এর আগেই বেশকিছু উপস্থাপকদের নাম ঘোষণা করেছিল কতৃপক্ষ ৷ তাঁরা হলেন কেভিন কস্টনার, জো ক্রাভিটজ, লেডি গগা, রোজি পেরেজ, ক্রিস রক এবং ইউহ-জং ইউন ।