পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেতাজি নিয়ে আরও এক বাংলা ছবি, মূল চরিত্রে ভিক্টর ব্যানার্জি - sanyasi deshnayak

ছবিতে গুমনামী বাবার চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অন্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

ছবি

By

Published : Sep 26, 2019, 7:24 PM IST

কলকাতা : ফের নেতাজিকে নিয়ে বাংলা ছবি । উঠে এসেছে তাঁর অন্তর্ধান রহস্য ও গুমনামী বাবার প্রসঙ্গও । ছবির নাম 'সন্ন্যাসী দেশনায়ক' । দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি ।

সৃজিত মুখার্জির ছবি 'গুমনামী' নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছে । ছবিটি মুক্তি পাবে কি না তা নিয়েও ধোঁয়াশায় ছিলেন পরিচালক । পরে অবশ্য ছবি মুক্তিতে কোনও বাধা নেই বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । ২ অক্টোবর ছবিটি মুক্তি পাবে ।

একই বিষয় নিয়ে একটি ছবি তৈরি করবেন বলে ঠিক করেন পরিচালক অম্লানকুসুম ঘোষ । ছবির নাম ‘সন্ন্যাসী দেশনায়ক’। ছবিতে গুমনামী বাবার চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অন্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে । কিন্তু, বিভিন্ন কারণে মুক্তি পায়নি ছবিটি । অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details