পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অঙ্কুশকে সপাটে চড় ঐন্দ্রিলার ! - bella ciao

'বেলা চাও' গানটি করতে বলায় অঙ্কুশ যা করলেন তাতে চটে লাল তাঁর গার্লফ্রেন্ড ঐন্দ্রিলা । শাস্তি হিসেবে অঙ্কুশকে সপাটে তাঁকে চড় মারেন তিনি ।

sdf
sdf

By

Published : May 2, 2020, 7:53 PM IST

কলকাতা : জনপ্রিয় সিরিজ় 'মানি হাইস্ট'-এর 'বেলা চাও' গানে মজেছেন অনেকেই । এদেশের অনেক তারকার গলাতেই শোনা যাচ্ছে এই গান । তা সোশাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে । এবার 'বেলা চাও' গানটি করতে বলায় অঙ্কুশ যা করলেন তাতে চটে লাল তাঁর গার্লফ্রেন্ড ঐন্দ্রিলা ।

টুইটারে আজ একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কুশ । সেখানে 'বেলা চাও' গানটি করতে তাঁকে অনুরোধ করেন ঐন্দ্রিলা । রাজিও হয়ে যান তিনি । কিন্তু, যখন শুরু করেন তখন বোঝা যায় তিনি অন্য কিছু গাইছেন । যেই না ঐন্দ্রিলা কিছু বলতে যাবেন তখনই অঙ্কুশের গলায় শোনা যায় 'বেলা চাও'। আর তাল মেলাতে গিয়েই ঐন্দ্রিলা লক্ষ্য করলেন অঙ্কুশ অন্য গানে চলে গিয়েছেন । ধরেছেন 'ধোকা হ্যায় পেয়ার ইয়ার, পেয়ার হ্যায় ধোকা'। আর সঙ্গে সঙ্গে পেয়ে যান শাস্তিও । সপাটে তাঁকে চড় মারেন ঐন্দ্রিলা ।

আর এই ভিডিয়োটি পোস্ট করেই অঙ্কুশ লিখেছেন, "যাহ বাবা যা বলল তাই তো করলাম...অদ্ভুত..."।

'বেলা চাও' আসলে ইতালিয়ান একটি লোকগীতি । যা খুবই পুরোনো । যা কিছুদিন আগে গাইতে দেখা গিয়েছিল মনামী ঘোষ । তবে তাঁর গলায় এই গান শুনে মুদ্ধ হয়ে যান দর্শকরা ।

এর আগে পিয়ানো বাজিয়ে এই গান গাইতে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানাকে । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন তিনি । ক্যাপশনে লেখেন, "আমি প্রফেসর হতে চাই। তাই তাঁর মতো চশমা পড়ে 'বেলা চাও' বাজাচ্ছি ।"

ABOUT THE AUTHOR

...view details