কলকাতা : জনপ্রিয় সিরিজ় 'মানি হাইস্ট'-এর 'বেলা চাও' গানে মজেছেন অনেকেই । এদেশের অনেক তারকার গলাতেই শোনা যাচ্ছে এই গান । তা সোশাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে । এবার 'বেলা চাও' গানটি করতে বলায় অঙ্কুশ যা করলেন তাতে চটে লাল তাঁর গার্লফ্রেন্ড ঐন্দ্রিলা ।
টুইটারে আজ একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কুশ । সেখানে 'বেলা চাও' গানটি করতে তাঁকে অনুরোধ করেন ঐন্দ্রিলা । রাজিও হয়ে যান তিনি । কিন্তু, যখন শুরু করেন তখন বোঝা যায় তিনি অন্য কিছু গাইছেন । যেই না ঐন্দ্রিলা কিছু বলতে যাবেন তখনই অঙ্কুশের গলায় শোনা যায় 'বেলা চাও'। আর তাল মেলাতে গিয়েই ঐন্দ্রিলা লক্ষ্য করলেন অঙ্কুশ অন্য গানে চলে গিয়েছেন । ধরেছেন 'ধোকা হ্যায় পেয়ার ইয়ার, পেয়ার হ্যায় ধোকা'। আর সঙ্গে সঙ্গে পেয়ে যান শাস্তিও । সপাটে তাঁকে চড় মারেন ঐন্দ্রিলা ।