পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পায়ে পড়ি বাঘমামা... - টলিউড

অঙ্কুশ বোধ হয় মনে মনে এই গানটাই গুনগুন করছিলেন।

বাঘের সঙ্গে অঙ্কুশ

By

Published : Aug 17, 2019, 7:09 PM IST

কলকাতা : অঙ্কুশ আপাতত থাইল্যান্ডে। নিজের পরিবার ও ঐন্দ্রিলার সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন হলিডে। আর সেখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ছবিও পোস্ট করছেন। তবে অঙ্কুশের সম্প্রতি শেয়ার করা ছবিগুলো সত্য়িই তারিফের যোগ্য। কারণ তিনি একটি আস্ত বাঘের সঙ্গে বসে ছবি তুলেছেন। এত সাহস রাখেন কোথায় অঙ্কুশ?

একটি ছবিতে দেখা যাচ্ছে অঙ্কুশ বাঘের দিকে হাসিমুখে তাকিয়ে আছেন। আর বাঘমামা বিরক্ত হয়ে তাকিয়ে তাঁর দিকে। ক্যাপশনে লেখা "আমি শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলাম যে, মুরগী আগে এসেছিল না ডিম?"

অঙ্কুশের পোস্ট

আর অন্য ছবিটা তো আরও মজাদার। সেখানে দেখা যাচ্ছে বাঘিনীর এক পা ধরে দাঁড়িয়ে অঙ্কুশ। ক্যাপশনে লেখা "আমার ম্যাসাজটা উপভোগ করছে ও।"

তবে অঙ্কুশের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ লিখেছেন, "এটা কি এভেঞ্জার্স এন্ড গেম পার্ট 2?" তো কেউ লিখেছেন, "আপনার এই ধরনের কাজ করা উচিত নয়। মানুষ যাতে একটা ছবি তুলতে পারে সেই জন্য এই পশুগুলোকে ড্রাগ দিয়ে রাখা হয়।"

ABOUT THE AUTHOR

...view details