কলকাতা : অঙ্কুশ আপাতত থাইল্যান্ডে। নিজের পরিবার ও ঐন্দ্রিলার সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন হলিডে। আর সেখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ছবিও পোস্ট করছেন। তবে অঙ্কুশের সম্প্রতি শেয়ার করা ছবিগুলো সত্য়িই তারিফের যোগ্য। কারণ তিনি একটি আস্ত বাঘের সঙ্গে বসে ছবি তুলেছেন। এত সাহস রাখেন কোথায় অঙ্কুশ?
একটি ছবিতে দেখা যাচ্ছে অঙ্কুশ বাঘের দিকে হাসিমুখে তাকিয়ে আছেন। আর বাঘমামা বিরক্ত হয়ে তাকিয়ে তাঁর দিকে। ক্যাপশনে লেখা "আমি শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলাম যে, মুরগী আগে এসেছিল না ডিম?"