কলকাতা : 21 জুন ছিল আন্তর্জাতিক যোগ দিবস । ওই দিন সোশাল মিডিয়া ভরে ওঠে বিভিন্ন যোগের ভিডিয়ো ও ছবির মাধ্যমে । বলিউড থেকে টলিউড, একাধিক তারকা শেয়ার করেন যোগের মুহূর্তগুলি । তবে ওই দিন যোগ নিয়ে কোনও পোস্ট করতে দেখা যায়নি অঙ্কুশ হাজরাকে । তবে সম্প্রতি ফ্যানদের যোগের টিপস দিলেন তিনি ।
সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কুশ । যোগের ভিডিয়ো দিনের দিন আপলোড করতে না পারার জন্য ফ্যানদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি । এরপর তিনি বলেন, "আমি দেখছিলাম প্রচুর সেলেব যোগের ভিডিয়ো পোস্ট করছিলেন । কিন্তু, সেগুলো কোনওটাই তোমাদের কাজে আসবে না । ওগুলোর থেকে কোনও লাভ হব না তোমাদের । তবে আমি তোমাদের একটা যোগ পোজ় দেখাচ্ছি । সেটা অবশ্যই তোমরা বাড়িতে করতে পার ।" এই বলে ফ্যানদের যোগটি দেখাতে শুরু করেন তিনি ।