পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ম্যাডাম'-এর সঙ্গে আবার কাজ করতে ইচ্ছুক অঙ্কুশ - অঙ্কুশ হাজরার খবর

'ম্যাডাম' ঐন্দ্রিলার সঙ্গে ফের কাজ করতে চান অঙ্কুশ হাজরা । 'ম্যাজিক' ছবির পাঁচ সপ্তাহে এই ইচ্ছেই প্রকাশ করলেন অভিনেতা ।

Ankush Hajra and Oindrila sen social media
Ankush Hajra and Oindrila sen social media

By

Published : Mar 13, 2021, 7:32 PM IST

কলকাতা, 13 মার্চ : বড় পরদায় সত্যিই ম্যাজিক তৈরি করেছেন 'ম্যাজিক'-এর অঙ্কুশ আর ঐন্দ্রিলা । দীর্ঘদিনের প্রেম ঐন্দ্রিলার সঙ্গে এই প্রথম রিলে অভিনয় অঙ্কুশের । সেই ছবি যে এমন সুপারহিট হয়ে যাবে কে ভেবেছিল ?

পাঁচ সপ্তাহ ধরে সিনেমাহলে চলছে 'ম্যাজিক' । লকডাউনের পর যখন সিনেমাহলে মানুষের আকাল, তখন হাউজ়ফুল চলেছে রাজা চন্দ পরিচালিত এই থ্রিলার লাভ স্টোরি । আর বেশ ভালো রিভিউ পেয়েছে ক্রিটিকদের থেকেও ।

এই সাফল্যের পর আবার ঐন্দ্রিলার সঙ্গে অভিনয় করতে চান অঙ্কুশ । তবে তাঁদের খুনসুটি ভরা সম্পর্কে একটু টুইস্ট থাকবেই । তাই হিরোইনকে 'ম্যাডাম' বলেই সম্বোধন করলেন হিরো...

সঙ্গে একটা দারুণ ছবিও শেয়ার করেছেন অঙ্কুশ । একেবারে ফিল্মি স্টাইলে একে অপরকে জড়িয়ে ধরে দম্পতি । ক্যাপশনে লেখা, 'আপনার সঙ্গে ফের কাজ করার ইচ্ছে রইল ম্যাডাম । ডেট হলে জানাবেন ।'

রইল সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details