কলকাতা, 13 মার্চ : বড় পরদায় সত্যিই ম্যাজিক তৈরি করেছেন 'ম্যাজিক'-এর অঙ্কুশ আর ঐন্দ্রিলা । দীর্ঘদিনের প্রেম ঐন্দ্রিলার সঙ্গে এই প্রথম রিলে অভিনয় অঙ্কুশের । সেই ছবি যে এমন সুপারহিট হয়ে যাবে কে ভেবেছিল ?
পাঁচ সপ্তাহ ধরে সিনেমাহলে চলছে 'ম্যাজিক' । লকডাউনের পর যখন সিনেমাহলে মানুষের আকাল, তখন হাউজ়ফুল চলেছে রাজা চন্দ পরিচালিত এই থ্রিলার লাভ স্টোরি । আর বেশ ভালো রিভিউ পেয়েছে ক্রিটিকদের থেকেও ।