পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অঙ্কুশ-ঐন্দ্রিলা আর কিছু ড্রাই-ফ্রুটস - ঐন্দ্রিলা সেন

কোয়ান্টেইনের সময়টা বেশ উপভোগ করছেন সেলেব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ । প্রচণ্ড ব্যস্ততার মধ্যে হঠাৎ পাওয়া এই অবসর যেন বদ্ধ ঘরে এক ঝলতা ঠান্ডা হাওয়ার মতো । তাই এই সময়টা নিজেদের মনের মতো সাজাচ্ছেন সবাই । অঙ্কুশ আর ঐন্দ্রিলাও শেয়ার করলেন তাঁদের কোয়ারেন্টাইনের ডায়েরি ।

Ankush and Oindrila in quarantine
Ankush and Oindrila in quarantine

By

Published : Mar 24, 2020, 10:22 AM IST

কলকাতা : কোয়ারেন্টাইনে জন্য পরিবেশের সঙ্গে সঙ্গে শুদ্ধ হচ্ছে মানুষের জীবনও । রোজকার ব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া ভালোলাগাগুলো এই সময় ফিরে পাওয়া চেষ্টা করছেন সবাই । অঙ্কুশ ও ঐন্দ্রিলাও তার মধ্য়ে অন্য়তম ।

অঙ্কুশের শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, ভালোবাসার মানুষের মাথায় মাথা ঠেকিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি । অঙ্কুশের চোখে সেই দুষ্টু-মিষ্টি চাহনি আর ঐন্দ্রিলার সেই সরল হাসি । আর বিছানায় পড়ে তাঁদের সঙ্গী, কয়েক টুকরো ড্রাই ফ্রুটস ।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "আমাদের কোয়ারেন্টাইন মোমেন্ট.." তাঁদের এই সুন্দর ছবি দেখে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা ।

দীর্ঘ কয়েকবছর সম্পর্কে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা । তবে রিয়েললাইফে জনপ্রিয় এই কাপলকে কখনও রিল লাইফে একসঙ্গে দেখা যায়নি ।

অঙ্কুশ যেখানে বড় পরদার পরিচিত অভিনেতা, সেখানে ঐন্দ্রিলা টেলিভিশনের পরদা কাঁপান ।

ABOUT THE AUTHOR

...view details