পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Anjan Dutt on separate Gorkhaland : 'শৈশবের দার্জিলিংটা' কতটা বাঙালির ? দেখাবেন অঞ্জন, আপত্তি গোর্খাল্যান্ডে - গোর্খাল্যান্ডে আপত্তি অঞ্জন দত্তের

'শৈশবের দার্জিলিংটা'কে কিছুতেই আলাদা রাজ্য হতে দিতে চান না অঞ্জন দত্ত (Anjan Dutt on separate Gorkhaland) ৷ শিলিগুড়িতে (Siliguri news) গিয়ে পৃথক গোর্খাল্যান্ডের (Gorkhaland news) দাবি নিয়ে নিজের আপত্তির কথা খোলাখুলি জানালেন তিনি ৷

Anjan Dutt shouting against separate Gorkhaland demand at siliguri
গোর্খাল্যান্ডে আপত্তি, আবেগী অঞ্জনের কাজে ফিরছে শৈশবের দার্জিলিংটা

By

Published : Dec 5, 2021, 12:44 PM IST

Updated : Dec 5, 2021, 1:51 PM IST

শিলিগুড়ি, 5 ডিসেম্বর : "বাংলা ভেঙে পৃথক রাজ্য হলে তাতে আমার আপত্তি রয়েছে । পৃথক রাজ্যের আন্দোলনকে কোনও ভাবেই সমর্থন করি না ।" শনিবার শিলিগুড়িতে (Siliguri news) একটি অনুষ্ঠানে গিয়ে এ কথা বললেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং গায়ক অঞ্জন দত্ত (Anjan Dutt on separate Gorkhaland)৷

বারবার পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের (Gorkhaland news) দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড় । এমনকী 2017 সালে সশস্ত্র আন্দোলন হয়েছে । যার ফলে বহু পাহাড়বাসীর পাশাপাশি মৃত্যু হয়েছিল এক পুলিশকর্মীর । রক্তক্ষয়ী সেই আন্দোলনের পর এখন পাহাড় অনেকটাই শান্ত । কিন্তু পাহাড় যে বাংলারই একটা অংশ, তা এ দিন ফের মনে করিয়ে দিলেন অভিনেতা তথা চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত ।

আরও পড়ুন:Actor Accident Accused Arrested : প্রিয়াঙ্কা সরকারকে ধাক্কা দেওয়ার অভিযোগে গ্রেফতার বাইক চালক

বিভিন্ন চলচ্চিত্র পরিচালনা এবং অভিনয় করতে গিয়ে পাহাড়ে ফিরে এসেছেন তিনি । কর্ম জীবনের একটা বড় অংশ পাহাড়, তরাই, ডুয়ার্স এলাকাতেই কাটিয়েছেন । তাঁর 'শৈশবের দার্জিলিংটা'কে সবসময় খুঁজে বেড়িয়েছেন অঞ্জন দত্ত ৷ কাজেই বাংলার এই অবিচ্ছেদ্য অংশকে তিনি কিছুতেই আলাদা হতে দিতে চান না ৷ বরং পাহাড় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং-এর ইতিহাসে বাঙালিদের ভূমিকা এবং অবদান নিয়ে আগামীতে কাজ করবেন বলেও জানিয়ে দিলেন পরিচালক ।

'শৈশবের দার্জিলিংটা' কতটা বাঙালির ? দেখাবেন অঞ্জন, আপত্তি গোর্খাল্যান্ডে

আরও পড়ুন: অঞ্জন দত্তর লেখায় 'সত্যান্বেষী ব্যোমকেশ' পরমব্রত

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঞ্জন দত্ত বলেন, "এই ধরনের অশান্তি থাকবেই । আমার কাছে পশ্চিমবঙ্গ হল পশ্চিমবঙ্গই । সেখানে অনেক ভাষা-ভাষীর মানুষ থাকে। তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই । বাংলার ইতিহাস পরিবর্তন করায় আমার আপত্তি আছে । সে জন্য পৃথক রাজ্যের দাবিকে একেবারেই সমর্থন করি না ।"

Last Updated : Dec 5, 2021, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details