পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এই মাসেই বিয়ে অনির্বাণের ? - অনির্বাণ ভট্টাচার্য

টলিপাড়ায় কান পাতলে তো এমনই শোনা যাচ্ছে । আগামী সপ্তাহে নাকি বিয়ে করছেন অনির্বাণ ভট্টাচার্য । তবে এখনও এই বিষয়ে মুখ খুলতে চাননি অভিনেতা ।

Anirban Bhattacharya wedding this month
Anirban Bhattacharya wedding this month

By

Published : Nov 20, 2020, 6:07 PM IST

কলকাতা : এই বছরে অনেক খারাপ খবর এসেছে ঠিকই । তবে তারই মধ্যে এক একটা খবর মন ভালো করে দেয় । যেন অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে । টলিউডের অন্যতম 'এলিজিবল ব্যাচেলর' অনির্বাণ । শোনা যাচ্ছে এই বছরেই ব্যাচেলর তকমা ঘোচাবেন তিনি ।

এই বছরটা এমনিতে ভালো কেটেছে অনির্বাণের । বছরের শুরুতে 'দ্বিতীয় পুরুষ'-এর সাফল্য, হইচই-এর প্ল্যাটফর্মে 'ডিকেটটিভ'-এর মুক্তি এবং সবশেষে 'ড্রাকুল স্যার' ছবিতে তাঁর অসামান্য অভিনয় । সব মিলিয়ে বেশ ঘটনাবহুল ছিল অনির্বাণের বছরটা । তাহলে আর শুভকাজে দেরি কেন ?

শোনা যাচ্ছে 26 নভেম্বর একদম ঘরোয়াভাবে বিয়ে সারবেন অনির্বাণ । পাত্রী নাকি তাঁর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী । তিনিও অনির্বাণের মতোই নাট্যচর্চার সঙ্গে জড়িত ।

সৌজন্যে ইনস্টাগ্রাম

মধুরিমার বাবা পদ্মশ্রীখ্যাত মূকাভিনেতা নিরঞ্জন গোস্বামী । অনেকদিন ধরেই দু'জন একসঙ্গে নাটক করছেন অনির্বাণ-মধুরিমা । মনের মিল ছিলই, এবার সেটা ধীরে ধীরে প্রেমের আকার ধারণ করেছে ।

বেশ কয়েকমাস ধরেই অনির্বাণ-মধুরিমার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল টলিপাড়ার আনাচে কানাচে । এবার কি তাহলে সম্পর্কে সিলমোহর ফেলতে চলেছেন তাঁরা ? প্রশ্ন অনুরাগীদের ।

ABOUT THE AUTHOR

...view details