কলকাতা, 5 ফেব্রুয়ারি: সংসারের যাঁতাকলে পড়ে অনেক প্রতিভারই অকাল মৃত্যু ঘটে । কখনও আবার স্বামী, সন্তানের মুখ চেয়ে নিজের ইচ্ছেপূরণের সাধকে বিসর্জন দিয়ে দিতে হয় অনেককেই । তাঁরা হারিয়ে ফেলেন নিজের মধ্যে লুকিয়ে থাকা 'আমি'-কে । দেখতে দেখতে সময় এগিয়ে যায় । শরীর মনে বাসা বাঁধে বার্ধক্য । কিন্তু এমনটাই কি চলবে? বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইচ্ছেপূরণের গল্পে নতুন করে কি শান দেওয়া যায় না? আরেক বার নতুন করে জাগিয়ে তোলা যায় না নিজের মধ্যে ঘুমিয়ে থাকা প্রকৃত 'আমি' টাকে?
এসব প্রশ্নের উত্তর মিলবে অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত নতুন শর্ট ফিল্ম 'সরস্বতী'-তে ৷ সরস্বতী পুুজোর আমেজের মাঝেই মুক্তি পেল এই ছবি (Short Film Saraswati releases )। মুখ্য় চরিত্রে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷ নিজের এই নতুন প্রয়াস সম্পর্কে কথা বলতে গিয়ে অনিলাভ বলেন, "সরস্বতী আসলে এক মহিলার তাঁর ভালবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প । এই ছবির মধ্যে দিয়ে আমরা যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হল, প্রত্যেকটি মানুষ ছোট থেকে কিছু একটা ভালবেসে বড় হয় ৷ তারপর ধীরে ধীরে সেই বিষয়টি থেকে হয়তো তাঁকে বিচ্ছিন্ন হতে হয় ৷ কিন্তু তারপরও সেই ভালবাসাটাকে নিয়ে মানুষ যদি বেচেঁ থাকতে পারে, তবে সেটাও একটা মানুষের জন্য অনেক কিছু । সেই ভালবাসা নিয়ে বেঁচে থাকার গল্পই সরস্বতী।"