কলকাতা : লকডাউনের মধ্যে এখন গৃহবন্দী সবাই । একই অবস্থা পরিচালক অনীক দত্তর । যদিও তার মধ্যেও ছবি নিয়েই চিন্তাভাবনা করছেন তিনি । আর সেই নিয়েই ভাবতে ভাবতেই কোরোনা নিয়ে একটি ফিচার ছবি তৈরি করবেন বলে ঠিক করেছেন পরিচালক । সেকথা জানালেন ETV ভারত সিতারাকে ।
কোরোনা নিয়ে ফিচার ছবির প্রসঙ্গে অনীক বলেন, "মুম্বইয়ের একজন প্রযোজকের সঙ্গে আমার কথা হয়ে আছে । একটা ছবি করব । তাঁরা চাপ দিয়েছেন, বিষয়টা আরেকটু ডিটেইলে করে দিতে হবে । এছাড়া একটা জিনিস মাথায় আছে, সেটা হল, এই লকডাউন, কোরোনাভাইরাস । এই সময়টাকে নিয়ে ছবি বানাতে চাইছি । হয়তো অনেকেই এই বিষয়টাকে নিয়ে ছবি তৈরি করবেন ।"
তিনি আরও বলেন, "এইসময় সম্পর্কগুলো কেমনভাবে পালটে যাচ্ছে । সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে । ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, অনেকে নতুনভাবে উপলব্ধি করছেন, আমরা পৃথিবীকে কত রকমভাবে অত্যাচার করেছি । প্রকৃতি এখন আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে । আমার বাড়ির চারপাশে চতুর্দিক থেকে পাখি আসছে । বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পশু পাখি ঘুরে বেড়াচ্ছে । এই সব নিয়েই ভাবছি ।"
এই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষের চিন্তাভাবনারও অনেক পরিবর্তন হয়েছে বলে মনে করেন অনীক দত্ত । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই সময় হঠাৎ সকলে ক্যাপিটালিস্ট বিরোধী হয়ে গিয়েছে । ছোটোখাটো লেনিন বা মার্কস হয়ে উঠেছে । সাম্যবাদী চেতনা জেগে উঠেছে । সেটা আবার এই লকডাউন উঠে গেলে দুম করে চলেও যেতে পারে । আবার থাকতেও পারে । এইসব নিয়েই ভাবছি ।"