মুম্বই, 13 ফেব্রুয়ারি:আবারও বিপাকে বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty latest news) ৷ তাঁর বিরুদ্ধে সমন জারি করল আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত (Andheri court summons Shilpa Shetty) ৷ শুধু শিল্পাই নন, তাঁর গোটা পরিবারকে সমন পাঠিয়েছে আদালত ৷ সেই তালিকায় নাম রয়েছে শিল্পার বোন শমিতা শেট্টি ও তাঁদের মা সুনন্দা শেট্টিরও ৷ 21 লাখ টাকার ঋণ না-মেটানোর অভিযোগে তাঁদের সমন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷
শিল্পা ও তাঁর পরিবার 21 লাখ টাকার ঋণ শোধ করেননি, জুহু থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী পারহাদ আম্রা ৷ সেই অভিযোগের ভিত্তিতে আগামী 28 ফেব্রুয়ারি শিল্পা ও তাঁর মা-বোনকে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত ৷