পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ছেলের বিয়ে হলে রোজ বউমা ষষ্ঠী করব" - bouma shashthi

অনসূয়া মজুমদারের মেয়ে না থাকায় জামাই ষষ্ঠীর কোনও বালাই নেই তাঁর বাড়িতে । তবে ছেলের বিয়ের পর তাঁর বাড়িতে বউমা আসবে । তখন রোজ বউমা ষষ্ঠী করবেন বলে ETV ভারত সিতারাকে জানিয়েছেন তিনি ।

sdf
sdf

By

Published : May 28, 2020, 2:32 PM IST

কলকাতা : টেলিভিশন ও বাংলা সিনেমার জনপ্রিয় মুখ অভিনেত্রী অনসূয়া মজুমদার । একাধিক ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি । যদিও মেয়ে না থাকায় জামাই ষষ্ঠীর কোনও বালাই নেই তাঁর বাড়িতে । তবে বউমা এলে রোজ বউমা ষষ্ঠী করবেন বলে ETV ভারত সিতারাকে জানিয়েছেন তিনি ।

বালিগঞ্জের বন্ডেল গেটের একটি বাড়িতে থাকেন অনসূয়া ও তাঁর স্বামী সুব্রত । আজ জামাই ষষ্ঠীতে অনসূয়া তাঁর মাকে খুবই মিস করছেন । মা বেঁচে থাকলে আজ তাঁদের মায়ের কাছে যেতে হত । সবাই একসঙ্গে খাওয়াদাওয়াও করতেন । তিনি বলেন, "এখন যেহেতু মা নেই, তাই জামাই ষষ্ঠীও নেই । যদিও দিদি কাল খাবার পাঠিয়েছিল । আমার মনে হয় সেটা সুব্রতর জন্যই দিয়েছিল ।"

.

তিনি আরও বলেন, "আমাদের বাড়ির একজনও এখানে থাকে না । সবাই বিদেশে । জামাই ষষ্ঠীতে দিদি ও জামাইবাবুরা আসতেন । একত্র হতাম সকলে । সেটা এখন আর পাই না । ফ্যামিলি গেট টুগেদারটা খুব মিস করি । পাঁচজন বোনঝি, সকলেই বাইরে । সেই আনন্দ তো হয় না । সব জামাইদের আশীর্বাদ করি । এবং মেয়েদের জন্য অনেক ভালোবাসা আর আশীর্বাদ ।"

এদিকে অনসূয়া-সুব্রতর একমাত্র ছেলেও থাকে বিদেশে । ছেলের এখনও বিয়ে হয়নি । অনসূয়া বলেন, "আমার তো মেয়ে নেই । ছেলে বিয়ে করলে বউমা পাব । সে তো আমার মেয়েই হবে । জামাই না পাই, কী হয়েছে তাতে । রোজই বউমা ষষ্ঠী করব ।"

ABOUT THE AUTHOR

...view details