মুম্বই, 21 নভেম্বর: তাঁর আপকামিং ফিল্ম 'লাইগার'-এর শুটিং চলছে লাস ভেগাসে ৷ তাই বিদেশ-বিভুঁইয়ে বেজায় ব্যস্ত বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)৷ তবে শুটিঙের ফাঁকে একেবারে নিজের জন্য ভালো সময় কাটানোর সুযোগ ছাড়ছেন না তিনি ৷ ধরে রাখছেন তাঁর এই সফরের স্মৃতি ৷ সে রকমই একটা মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করলেন চাঙ্কি পাণ্ডের কন্যা ৷ পোস্ট করেছেন তাঁর ঘোড়ায় চড়ার ছবি ৷
রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি পোস্ট করেন অনন্যা পাণ্ডে ৷ সেখানে দেখা যাচ্ছে, একটি বাদামি রঙের ঘোড়ায় সওয়ার হয়েছেন তিনি ৷ পরনে হলুদ রঙের টি-শার্ট, কালো প্যান্ট ও মাথায় কাউবয় হ্যাট ৷ ছবির ক্যাপশনে অনন্যা লিখেছেন, "yay or neigh"৷
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আর একটি ছবি পোস্ট করেছেন অনন্যা ৷ সেখানে দেখা যাচ্ছে, তিনি একাই নন ৷ তাঁর সঙ্গে ঘোড়সওয়ারে বেরিয়েছেন তাঁর সহ-অভিনেতা বিজয় দেবেরকোন্ডা ৷ গোধুলী আলোর ব্যাকগ্রাউন্ডে দিব্যি ঘোড়ায় চড়ে আনন্দের দিন কাটাচ্ছেন দুই অভিনেতা ৷
আরও পড়ুন:Ena Shieladitya Interview: যশ-নুসরতের আসন্ন ছবি নিয়ে একান্ত আড্ডায় শিলাদিত্য-এনা