হায়দরাবাদ : তেলুগু অভিনেতা নাগার্জুনার হায়দরাবাদের ফার্মহাউসে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
ফার্মহাউসে কাজ করতে আসা কয়েকজন ব্যক্তি প্রথম মৃতদেহটি দেখতে পান । শদনগর ব্লকের পাপিরেড্ডিগুডা গ্রামের এই ফার্মহাউসের ফাঁকা জমিতে চাষের জন্য তাঁদের দায়িত্ব দিয়েছিলেন অভিনেতা । মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন । পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
ঘটনার তদন্ত শুরু করেছে কেশমপেট থানার পুলিশ । পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মৃতদেহকে সনাক্ত করার চেষ্টা চলছে । ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ।