মুম্বই, 27 অগস্ট: বিভিন্ন কোম্পানির সিইও-র থেকেও বেশি রোজগার করেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) দেহরক্ষী (Bodyguard) জিতেন্দ্র শিণ্ডে (Jitendra Shinde)৷ তাঁর বার্ষিক আয় 1.5 কোটি টাকা ৷ এই খবর প্রকাশ্যে আসার পরই তাঁকে বদলি করা হয়েছে ৷ শুরু করা হয়েছে বিভাগীয় তদন্ত ৷
মুম্বই পুলিশের (Mumbai Police) কনস্টেবলকে অমিতাভ বচ্চনের দেহরক্ষী হিসেবে নিযুক্ত করা হয়েছিল ৷ বহু বছর ধরে তিনিই বিগ বির সুরক্ষার দায়িত্বে রয়েছেন ৷ তবে শিণ্ডের বার্ষিক আয় দেড় কোটি - এই খবর সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ এই অর্থ তিনি বলিউডের শাহেনশার থেকে উপার্জন করেছেন, নাকি অন্য কোনও উৎস থেকে তাঁর এই আয় ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন:KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ
যদিও জিতেন্দ্র শিণ্ডের দাবি, তাঁর স্ত্রী একটি নিরাপত্তা এজেন্সি চালান ৷ সূত্রের তরফে জানা গিয়েছে, সেই নিরাপত্তা সংস্থা অন্যান্য সেলিব্রিটি ও বিখ্যাত মানুষজনের নিরাপত্তার ব্যবস্থা করে থাকে ৷ শিণ্ডে জানিয়েছেন, তাঁর স্ত্রী নিজের নামেই সেই নিরাপত্তা সংস্থা চালান ৷
আরও পড়ুন:Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির
যদিও মুম্বই পুলিশের নিয়ম বলছে, একজন পুলিশকর্মী কখনওই কোনও জায়গায় পাঁচ বছরের বেশি কর্মরত থাকতে পারবেন না ৷ তাঁকে বদলি করাটাই দস্তুর ৷ তবে 2015 সাল থেকে অমিতাভ বচ্চনের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন জিতেন্দ্র শিণ্ডে ৷ এক্স ক্যাটিগরির নিরাপত্তা পান বিগ বি ৷ তাঁর সঙ্গে সবসময় ছায়াসঙ্গীর মতো থাকেন দু'জন দেহরক্ষী ৷ অমিতাভ যেখানেই যেতেন, সেখানেই তাঁর পাশে পাশে দেখা যেত জিতেন্দ্রকে ৷ তবে তাঁর আয় নিয়ে প্রশ্ন ওঠার পরই দক্ষিণ মুম্বইয়ে বদলি করা হয়েছে এই কনস্টেবলকে ৷ এই নিয়ে অমিতাভ বচ্চনের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷
আরও পড়ুন:Sreelekha Mitra: কুকুরের মৃত্যুতে শশাঙ্ককে মারধর, অভিযোগ দায়ের শ্রীলেখার সংস্থার বিরুদ্ধে