মুম্বই, 25 নভেম্বর: এত বছর ধরে তিনি কউন বনেগা ক্রোড়পতি (KBCs 1000th Episode) করছেন ৷ এখন এই শো একপ্রকার তাঁর সেকেন্ড হোম ৷ সেই পরিবারে এ বার তাঁর নিজের পরিবারকে স্বাগত জানালেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan welcomes daughter granddaughter)৷ কউন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) মঞ্চ মাতালেন বিগ বির কন্যা ও নাতনি ৷ শোয়ের হাজারতম এপিসোডকে স্মরণীয় করে রাখলেন শ্বেতা বচ্চন (Shweta Navya on Amitabh Bachchan's KBC) ও নব্যা নভেলি নন্দা ৷
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কউন বনেগা ক্রোড়পতির সেট থেকে মেয়ে ও নাতনির সঙ্গে তাঁর একটি সুন্দর ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন ৷ তার ক্যাপশনে লিখেছেন, "মেয়েরাই সেরা ৷" এই ছবি তাক লাগিয়ে দিয়েছে নেট নাগরিকদের ৷ আম আদমি থেকে সেলিব্রিটি - অনেকেই রিয়্যাক্ট করেছেন ৷ অভিনেতা রণবীর সিং লিখেছেন, "ওহ ওয়াও ৷" মৌনি রয়, অপারশক্তি খুরানা লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ৷ ভূমি পেদনেকর দিয়েছেন হাততালির ইমোজি ৷
আরও পড়ুন:Kirron Kher Returns to set: ক্যানসারের বিরুদ্ধে লড়াই জারি রেখেই শুটিংয়ে কিরণ খের