মুম্বই, 3 জুন: জয়া বচ্চনকে (Jaya Bachchan) পাশে নিয়ে 48 বছর কাটিয়ে ফেললেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)৷ আজ তাঁদের বিবাহবার্ষিকী ৷ এই বিশেষ দিনে তাঁদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দিনটিকে ফিরে দেখলেন বলিউডের শাহেনশা ৷ পোস্ট করলেন তাঁর বিয়ের না-দেখা দুটি ছবি ৷
বিয়ের অনুষ্ঠানের ছবির কোলাজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন ৷ ক্যাপশনে লিখেছেন, "জুন 3, 1973...আমাদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ৷"
এই ছবি পোস্ট করার পরই শুভেচ্ছার বন্যায় প্লাবিত হয়েছে নেট মাধ্যম ৷ শিল্পা শেট্টি, ভূমি পেদনেকর, দিয়া মির্জা, বিপাশা বসু, সোনাল চৌহান, নেহা ধুপিয়া-সহ বলিউডের বিভিন্ন সেলিব্রিটি সিনিয়র বচ্চন দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ বাদ যাননি ভক্তরাও ৷