পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

48তম বিবাহবার্ষিকী, বিয়ের অ্যালবামে চোখ অমিতাভের - অমিতাভ বচ্চন

আজ অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের 48তম বিবাহবার্ষিকী ৷ এই দিনে তাঁদের বিয়ের ছবি পোস্ট করলেন বিগ বি ৷ ধন্যবাদ জানালেন ভক্তদের ৷

Amitabh Bachchan shares his unseen wedding photos with wife Jaya Bachchan on 48th anniversary
48তম বিবাহবার্ষিকী, বিয়ের অ্যালবামে চোখ অমিতাভের

By

Published : Jun 3, 2021, 6:08 PM IST

মুম্বই, 3 জুন: জয়া বচ্চনকে (Jaya Bachchan) পাশে নিয়ে 48 বছর কাটিয়ে ফেললেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)৷ আজ তাঁদের বিবাহবার্ষিকী ৷ এই বিশেষ দিনে তাঁদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দিনটিকে ফিরে দেখলেন বলিউডের শাহেনশা ৷ পোস্ট করলেন তাঁর বিয়ের না-দেখা দুটি ছবি ৷

বিয়ের অনুষ্ঠানের ছবির কোলাজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন ৷ ক্যাপশনে লিখেছেন, "জুন 3, 1973...আমাদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ৷"

এই ছবি পোস্ট করার পরই শুভেচ্ছার বন্যায় প্লাবিত হয়েছে নেট মাধ্যম ৷ শিল্পা শেট্টি, ভূমি পেদনেকর, দিয়া মির্জা, বিপাশা বসু, সোনাল চৌহান, নেহা ধুপিয়া-সহ বলিউডের বিভিন্ন সেলিব্রিটি সিনিয়র বচ্চন দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ বাদ যাননি ভক্তরাও ৷

নিজের ব্লগেও তাঁদের বিবাহবার্ষিকীর উদযাপন করেছেন বিগ বি ৷ তিনি লিখেছেন, "বিবাহবার্ষিকীতে জয়া ও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ৷ জুন 3, 1973...এখন 48 বছর !! আমাদের জন্য আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরা শব্দগুলিকে প্রকৃতই প্রশংসা করি ৷"

আরও পড়ুন:কোভিড বিধি ভাঙায় FIR টাইগার-দিশার বিরুদ্ধে

1973 সালে আজকের দিনে বিয়ে হয় অমিতাভ ও জয়ার ৷ তাঁদের দুই সন্তান অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা ৷ বাস্তবের মতোই রিল লাইফেও নানা ছবিতে জুটিতে দেখা গিয়েছে সিনিয়র বচ্চন দম্পতিকে ৷ গুড্ডি, এক নজর, বাওয়ার্চি, শোলে, কভি খুশি কভি গম, অভিমান, চুপকে চুপকে-সহ নানা ফিল্মে তাঁদের কেমিস্ট্রি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details