মুম্বই, 24 নভেম্বর: তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে ৷ তবু নিজেদের বিজ্ঞাপনে তাঁর ছবিই দেখিয়ে চলেছে পানমশলা কোম্পানি ৷ এতেই বেজায় চটেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan sends legal notice)৷ এতটাই, যে তিনি এ বার ওই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন ৷ কমলা পসন্দ পানমশলার কোম্পানির বিরুদ্ধে আইনি নোটিস (Legal notice to Kamla Pasand pan masala brand) পাঠিয়েছেন বিগ বি ৷
অক্টোবরে তাঁর 79তম জন্মদিনে (Amitabh Bachchan Birthday) পানমশলার ব্র্যান্ড কমলা পসন্দের (Kamla Pasand pan masala TV Commercial) সঙ্গে তাঁর চুক্তি থেকে সরে এসেছেন অমিতাভ বচ্চন ৷ তার সপ্তাহখানেই আগেই জাতীয় তামাকবিরোধী সংস্থা তাঁকে পানমশলার প্রচার থেকে বিরত থাকার জন্য তাঁর কাছে আর্জি জানিয়েছিল ৷ বলিউডের শাহেনশাহ পানমশলার বিজ্ঞাপন করলে তার খারাপ প্রভাব দেশের যুব প্রজন্মের উপর পড়তে পারে, তাঁরা তামাকজাত দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল ওই সংস্থা ৷ তাঁদের আবেদনে সাড়া দিয়ে নিজের জন্মদিনে পানমশলার কোম্পানির সঙ্গে তিনি যে চুক্তিতে আবদ্ধ ছিলেন, তা থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন অমিতাভ ৷