মুম্বই, 12 অক্টোবর: এ বার অবসর নেওয়া উচিত বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের ৷ এমনটাই মনে করেন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান ৷ তাঁর মতে, এখনই মাধুর্যপূর্ণ ভাবে অবসর (Graceful Retirement) নিয়ে নেওয়া উচিত বিগ বি-র ৷ ফিল্মি দৌড় থেকে সরে এসে কয়েকটা বছর তাঁর নিজেকে সময় দেওয়া উচিত বলে মনে করেন সেলিম খান ৷
অমিতাভের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সেলিম খানের ৷ তাঁরা একসঙ্গে 10টিরও বেশি সুপার-ডুপারহিট ছবি করেছেন ৷ বিগ বি-র কেরিয়ার সম্পর্কে বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে সেলিম খান বললেন, "এখন অমিতাভ বচ্চনের অবসর নেওয়া উচিত ৷ এই জীবন থেকে যা যা অর্জন করার সব তাঁর করা হয়ে গিয়েছে ৷ প্রত্যেকেরই নিজের জন্যও কয়েকটা বছর রাখা উচিত ৷ পেশাগত জীবনে দুরন্ত ইনিংস খেলেছেন অমিতাভ বচ্চন ৷ তিনি খুব ভালো কাজ করেছেন, তাই এখন এই দৌড় থেকে তাঁর নিজেকে মুক্ত করা উচিত ৷ তাঁর অবশ্যই মাধুর্যপূর্ণ অবসর নেওয়া উচিত ৷"
আরও পড়ুন:Amitabh Bachchan : পান মশলার বিজ্ঞাপন আর নয়, জন্মদিনে চুক্তি বাতিলের কথা জানালেন বিগ বি
কেন বড়ে মিঞাঁকে অবসরক নেওয়ার কথা বলছেন সেলিম খান ? নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, অবসরের এই ব্যবস্থা রাখা হয়েছে যাতে একজন ব্যক্তি নিজেদের জীবনের কয়েকটা বছর সম্পূর্ণ নিজের ইচ্ছেমতো কাটাতে পারে ৷ এ প্রসঙ্গে নিজের উদাহরণ দিয়ে 85 বছরের চিত্রনাট্যকার বলেছেন, "এখন আমার পৃথিবীটা সীমিত ৷ এখন আমি যাঁদের নিয়ে থাকি, তাঁদের কারও সঙ্গে ফিল্মের কোনও যোগাযোগ নেই ৷"