পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

RD Burman Birthday: এখনও পঞ্চমে মোহিত সঙ্গীত দুনিয়া, জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য আশা-লতা-অমিতাভের

আজ কিংবদন্তি সঙ্গীত পরিচালক আরডি বর্মনের (RD Burman) 82তম জন্মদিন ৷ এই দিনে পঞ্চমদাকে শ্রদ্ধা জানালেন আশা ভোঁসলে (Asha Bhosle), লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-সহ আরও অনেকে ৷

amitabh-bachchan-lata-mangeshkar asha bhosle javed-akhtar-remember-pancham-da RD Burman-on-his-birth-anniversary
82-তে পঞ্চমদা, জন্মদিনে শ্রদ্ধা জানালেন আশা-লতা-অমিতাভ

By

Published : Jun 27, 2021, 6:53 PM IST

Updated : Jun 27, 2021, 8:23 PM IST

মুম্বই, 25 জুন : 60-এর দশক থেকে 90-এর দশক - তাঁর গানে মাতোয়ারা হয়েছে গোটা দেশ ৷ সুর-তাল-ছন্দের যুগলবন্দি কীভাবে এক-একটা ক্ল্যাসিক তৈরি করে, তা বহুবার বুঝিয়েছেন কিংবদন্তী সুরকার তথা গায়ক রাহুলদেব বর্মন (RD Burman) ৷ আজ তাঁর 82তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে পঞ্চমদাকে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ ও বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা ৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে আশা ভোঁসলে (Asha Bhosle), লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), জাভেদ আখতার - সবাই কুর্নিশ জানিয়েছেন বর্মন সাহেবের প্রতিভাকে ৷

পঞ্চমদার সুরে 'পরিচয়' ফিল্মের জনপ্রিয় একটি গান শেয়ার করেছেন অমিতাভ বচ্চন ৷ 'বিতে না বিতায়ে ব়্যায়না' ৷ 1972 সালে ভিকে সোবতির প্রযোজনায় এই ফিল্মে অভিনয় করেছিলেন তাঁর স্ত্রী জয়া বচ্চন ৷ এই গানটির সুরে সেতার বাজাচ্ছেন পঞ্চমদা ৷ তাঁকে জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন এক ভক্ত ৷ সেই পোস্টটিই রিটুইট করেছেন বলিউডের শাহেনশা ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "বাহ, অদ্ভুত...পরিচয় ফিল্মের কী দারুণ মুহূর্ত...জীতেন্দ্র, জয়া ও সঞ্জীব কুমার...গুলজারের নির্দেশনা...বিতি না বিতায়ে ব়্যায়না...এই গানের পেছনে একটা গল্প ছিল...পরে কখনও সেটা বলব ৷"

আরও পড়ুন:2006-21, বলিউডে বেড়ে ওঠার ভিডিয়ো পোস্ট কঙ্গনার

পঞ্চমদার জন্মদিনে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী তথা প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে ৷ তিনি টুইটে লিখেছেন, "সঙ্গীতের জন্য ধন্যবাদ (শুধু আমার সঙ্গীতের জন্য নয়, তোমার পাগলামিতে যে লক্ষ লক্ষ হৃদয় স্পন্দিত হয় তার জন্য)৷ শুভ জন্মদিন পঞ্চম ৷"

আজকের বিশেষ দিনে পঞ্চমদাকে শ্রদ্ধা জানিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও ৷ তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "আরডি বর্মনকে কে চেনেন না ৷ তিনি তো জন্ম থেকেই রাজপুত্র ছিলেন ৷ সঙ্গীতের তিনি রাজা ছিলেন ৷ আজ তাঁর জন্মজয়ন্তী ৷ আমি তাঁর স্মৃতিকে ও তাঁর সঙ্গীতকে বিনম্র অভিবাদন জানাচ্ছি ৷"

আরও পড়ুন:কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

আরডি বর্মনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার ৷ তিনি টুইটে লিখেছেন, "আজ 27 জুন আরডি বর্মনের জন্মজয়ন্তী ৷ সময় সত্যিই মহান ব্যক্তিদের প্রতি সর্বদা সদয় হয়, এটি একটি প্রতিভাশালী ব্যক্তির ভাবমূর্তিকে আরও বেশি করে বাড়িয়ে তোলে ৷ আধুনিক প্রজন্ম ও তরুণ সঙ্গীতকারদের কাছে তাঁর জনপ্রিয়তা দিন দিন যে বাড়ছে তাতে অবাক হওয়ার কিছু নেই ৷"

আরও পড়ুন:সন্তান প্রসবের পর পড়ছে চুল, লন্ডনে নতুন হেয়ারকাট অনুষ্কার

1966 সালে 'তিসরি মঞ্জিল' দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে হাতেখড়ি হয় আরডি বর্মনের ৷ রাজেশ খান্নার ফিল্মে তাঁর সুর আর কিশোর কুমারের গাওয়া গানগুলি দারুণ জনপ্রিয় হয়েছিল ৷ রাজেশ খান্নার 40টিরও বেশি ফিল্মের গানে সুর দিয়েছেন আরডি বর্মন ৷ এর পরে মহম্মদ রফি, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের বহু জনপ্রিয় গানের সৃষ্টিকর্তা তিনি ৷ কেরিয়ারে 331টি ফিল্মে সঙ্গীত পরিচালনা করেছেন পঞ্চমদা ৷ তিনি তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ৷ প্রথমটি পেয়েছিলেন 'কারবাঁ' ফিল্মের জন্য ৷ আর শেষটি পেয়েছিলেন '1942: আ লাভ স্টোরি' ফিল্মের জন্য ৷ সেটা ছিল মরণোত্তর পুরস্কার ৷ হরে রামা হরে কৃষ্ণ, কাটি পতঙ্গ, অমর প্রেম, সীতা অউর গীতা, রামপুর কা লক্ষ্মণ, মেরে জীবনসাথী, বম্বে টু গোয়া, আপনা দেশ, ইয়াদোঁ কি বারাত, আপ কি কসম, শোলে-সহ বহু হিট ফিল্মে নিজের অসাধারণ প্রতিভার সাক্ষ্য রেখে গিয়েছেন শচিনদেব বর্মনের পুত্র ৷

Last Updated : Jun 27, 2021, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details