মুম্বই, 18 মে:কোভিড দুর্গতদের পাশে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ে আগেই একটি কোভিড কেয়ার সেন্টার তৈরির কথা বলেছিলেন তিনি ৷ আজ থেকে কাজ করা শুরু করল 25 আসন বিশিষ্ট ও অক্সিজেন পরিষেবা-সহ সেই কেন্দ্র ৷
চিত্রনির্মাতা আনন্দ পণ্ডিত জানিয়েছেন, জুহুর রীতাম্ভর বিশ্ব বিদ্যাপীঠে ফেসিলিটি সেন্টারটি তৈরি করা হয়েছে ৷ একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, "ট্রায়াল রানের পর মঙ্গলবার সকাল 10টা থেকে এই কেন্দ্র কাজ করা শুরু করেছে ৷ মি. বচ্চন এখানকার সরঞ্জাম, পরিকাঠামো ও প্রয়োজনীয় সব জিনিস কেনার জন্য অর্থ দান করেছেন ৷"