পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'গুডবাই'তে জুটি বাঁধছেন অমিতাভ-নীনা

অমিতাভ বচ্চন দীর্ঘদিন ধরেই সঠিক সহ অভিনেত্রীর অভাব অনুভব করছিলেন ৷ একজন নতুন সহ-অভিনেত্রী চাইছিলেন তিনি ৷ এই পরিস্থিতিতে নীনা গুপ্তার কথা তাঁর মনে আসে ৷

অমিতাভ - নীনা
অমিতাভ - নীনা

By

Published : Apr 8, 2021, 2:31 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল : এবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তা ৷ আসতে চলেছে বিকাশ বহেল পরিচালিত ছবি 'গুডবাই' ৷ শুরু থেকেই এর কাস্টিংয়ে চমক দিয়ে চলেছেন পরিচালক ৷ প্রথমে ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অমিতাভ বচ্চন এবং রশ্মিকা মন্দনা এবার বিগ-বির স্ত্রীর চরিত্রে দেখা যাবে নীনা গুপ্তাকে ৷

সূত্রের খবর, অমিতাভ বচ্চন দীর্ঘদিন ধরেই সঠিক সহ অভিনেত্রীর অভাব অনুভব করছিলেন ৷ একজন নতুন সহ-অভিনেত্রী চাইছিলেন তিনি ৷ এই পরিস্থিতিতে নীনা গুপ্তার কথা তাঁর মনে আসে ৷

আরও পড়ুন :অভিনব উপায় শরীরচর্চা করছেন টোটা

'বাধাই হো' ছবিতে নীনা গুপ্তার অসাধারণ অভিনয় দেখার পর বিগ-বির মনস্থির করেছিলেন নীনা খুব শীঘ্রই তাঁর সহ অভিনেত্রী ৷ অমিতাভের সঙ্গে সহ অভিনেত্রী হিসাবে অভিনয়ের সুযোগ পেয়ে নীনা জানিয়েছেন, "বচ্চনের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি একই সঙ্গে উচ্ছ্বসিত এবং চিন্তিতও ৷"

ABOUT THE AUTHOR

...view details