নয়াদিল্লি, 31 জানুয়ারি: টেলিভিশনের অমিতাভ বচ্চনের অ্য়াংকারিংয়ে কৌন বনেগা ক্রোড়পতি যে কতখানি জনপ্রিয়, তা বোধহয় আর আলাদা করে না বললেও চলে ৷ কিন্তু নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল থেকেও প্রশ্নোত্তরের এই খেলার মজা নিতে শুরু করলেন তিনি (Amitabh asks a question to the fans ) ৷ রবিবার নিজের অভিনয় জীবনের একবারে প্রথমদিকের একটি ছবি শেয়ার করেন অভিনেতা ৷ তাতে দেখা যায় একটি হাত তাঁর জামা ধরে টান দিচ্ছে, ছবিতে অবশ্য হাতের মালিককে দেখানো হয়নি ৷ আর তাই স্বাভাবিকভাবেই বিগ বি’র প্রশ্ন ছিল, বলুন তো দেখি এটা কার হাত ?
জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন অনেকেই ৷ উঠে এসেছিল জিনাত আমন থেকে শুরু করে রেখা অবধি সেসময়ের প্রায় সব নায়িকার নামই ৷ তবে প্রথম ঠিক উত্তর দেন পরিচালক ফরা খান ৷ তাঁর মতে হাতটা ছিল শ্রীদেবীর ৷ দেখা গেল, তিনি একদমই ঠিক ৷ সোমবার নিজেই সম্পূর্ণ ছবিটি প্রকাশ করে উত্তর দিয়েছেন বিগ বি ৷ আসলে প্রথমে ছবিটি ক্রপ করে পোস্ট করেছিলেন তিনি আর সোমবার সামনে এল পুরো ছবিটি ৷