পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Amit Kumar: কফিনে শুয়ে অমিত কুমার বললেন, 'জিন্দা হুঁ ম্যায়' - অমিত কুমারের গান

মুক্তি পেল অমিত কুমারের (Amit Kumar) নয়া গান 'জিন্দা হুঁ ম্যায়' (Zinda Hoon Main) ৷ সেই গানে দেখা গিয়েছে, কফিনে শুয়ে গান করছেন তিনি ৷

Amit Kumar's new song Zinda Hoon Main released
কফিনে শুয়ে অমিত কুমার বললেন, 'জিন্দা হুঁ ম্যায়'

By

Published : Nov 12, 2021, 6:59 PM IST

কলকাতা, 12 নভেম্বর: কফিনে শুয়ে গান গাইলেন অমিত কুমার (Amit Kumar)। জানিয়ে দিলেন, 'জিন্দা হুঁ ম্যায়' (Zinda Hoon Main)।

লালচে আলোয় ঘেরা এক গির্জার আবহে কফিন থেকে বেরিয়ে এলেন শিল্পী । গাইলেন তাঁর নতুন গান 'জিন্দা হুঁ ম্যায়'। হ্যাঁ, বয়স যাঁর কাছে একটা সংখ্যা মাত্র । 'কুমার ব্রাদার্স মিউজিক' থেকে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সত্তরের যুবক অমিত কুমার প্রকাশ করলেন তাঁর নতুন গান ।

সম্প্রতি কলকাতার এক গির্জায় শুটিং করেন শিল্পী । গানের শুরুতেই শিল্পীকে দেখা যায় কফিনে শুয়ে গান গাইতে । "জিন্দা হুঁ ম্যায়, এক পরিন্দা হুঁ ম্যায়"। গান লিখেছেন লীনা চন্দ্রভারকার, সুর দিয়েছেন অমিত স্বয়ং । অমিত কুমার জানালেন, "এই প্রথম কলকাতায় শুট করলাম কুমার ব্রাদার্স মিউজিকের কোনও গান । গানটাতে একটা জীবন দর্শন আছে । লীনাজি'র লেখায় সাধারণত এরকম কিছু বক্তব্য থাকে ।"

আরও পড়ুন:Aparajito Viral Look : সত্যজিতের লুকে নিজেকে চিনতেই পারেননি জিতু কমল

নতুন গান, নতুন প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অমিত বললেন,"এখনকার সাউন্ড নতুন জেনারেশনের জন্য মানানসই । আমিও সময়ের সঙ্গে চলতে ভালোবাসি । কিন্তু তাতে মেলোডি, হারমোনি, গানের কথা এগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিই ।"

নিজের মিউজিক চ্যানেল থেকে বাংলা গান নিয়ে কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না জানতে চাইলে অমিত বললেন, "নিশ্চয়ই করব । আরও কিছু সাবস্ক্রাইবার বাড়ুক ইউটিউবে । এখন আরও কিছুদিন কভার ভার্সান, অরিজিনাল নিয়েই চলবে । এর পর রবীন্দ্রসঙ্গীতের সিঙ্গলস আর নতুন আধুনিক বাংলা গানও করার পরিকল্পনা আছে ।"

আরও পড়ুন:Gourab Devlina : একটি বাঙালি এলিয়েন-এর গল্প শোনাবে গৌরব ও দেবলীনা, মুক্তি পেল টিজার

গানটা শ্রোতার যে বেশ ভালো লাগছে তা তাদের রেসপন্স দেখেই বোঝা যাচ্ছে বলে জানান শিল্পী ।

আরও পড়ুন:Anupam Roy : দাম্পত্যে ইতি, বন্ধুত্বে অনুপম-পিয়া

ABOUT THE AUTHOR

...view details