কলকাতা, 12 নভেম্বর: কফিনে শুয়ে গান গাইলেন অমিত কুমার (Amit Kumar)। জানিয়ে দিলেন, 'জিন্দা হুঁ ম্যায়' (Zinda Hoon Main)।
লালচে আলোয় ঘেরা এক গির্জার আবহে কফিন থেকে বেরিয়ে এলেন শিল্পী । গাইলেন তাঁর নতুন গান 'জিন্দা হুঁ ম্যায়'। হ্যাঁ, বয়স যাঁর কাছে একটা সংখ্যা মাত্র । 'কুমার ব্রাদার্স মিউজিক' থেকে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সত্তরের যুবক অমিত কুমার প্রকাশ করলেন তাঁর নতুন গান ।
সম্প্রতি কলকাতার এক গির্জায় শুটিং করেন শিল্পী । গানের শুরুতেই শিল্পীকে দেখা যায় কফিনে শুয়ে গান গাইতে । "জিন্দা হুঁ ম্যায়, এক পরিন্দা হুঁ ম্যায়"। গান লিখেছেন লীনা চন্দ্রভারকার, সুর দিয়েছেন অমিত স্বয়ং । অমিত কুমার জানালেন, "এই প্রথম কলকাতায় শুট করলাম কুমার ব্রাদার্স মিউজিকের কোনও গান । গানটাতে একটা জীবন দর্শন আছে । লীনাজি'র লেখায় সাধারণত এরকম কিছু বক্তব্য থাকে ।"
আরও পড়ুন:Aparajito Viral Look : সত্যজিতের লুকে নিজেকে চিনতেই পারেননি জিতু কমল