মুম্বই : চারদিন আগে অর্থাৎ 2 মে ছিল সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী । তার ঠিক পরের দিন 3 মে এক তাঁকে লেখা কিশোর কুমারের একটি দুর্মূল্য চিঠি শেয়ার করলেন অমিত কুমার । একে কিশোরের লেখা, অন্যদিকে সত্যজিৎকে পাঠানো সেই চিঠির ঐতিহাসিক মূল্য নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সকলে ।
কিশোর কুমারের ছেলে অমিত কুমার চিঠিটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । লিখেছেন, "একটা দুর্মূল্য চিঠি, যেটি আমার বাবা কিশোর কুমার ওয়ার্ল্ড ক্লাস ফিল্মমেকার মায়েস্ট্রো সত্যজিৎ রায়কে লিখেছিলেন, আজ থেকে 57 বছর আগে । 1963 সালে.."