মুম্বই : একসময় খুবই জনপ্রিয় ছিল দূরদর্শনের সিগনেচার টিউন । কিন্তু, সেই টিউনের সঙ্গে ব্রেকডান্স, ভাবাই যায় না । আর সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এক যুবক । ওই টিউনের সঙ্গেই ব্রেকডান্স করেছেন তিনি ।
টিকটকে বেশ কয়েক মাস আগে একটি ভিডিয়ো পোস্ট করেন বৈশাখ নায়ের নামে এক যুবক । সেই ভিডিয়োতে দূরদর্শনের সিগনেচার টিউনের সঙ্গে ব্রেকডান্স করতে দেখা গিয়েছে তাঁকে । সিগনেচার টিউনের তালে তাঁর নাচ দেখে মুগ্ধ নেটিজ়েনরা । এখন বিভিন্ন সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্মে ভাইরাল এই নাচের ভিডিয়ো ।