পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mimi Chakraborty: ফোনের 7000 ছবি, 500 ভিডিয়ো উধাও ! ক্ষেপে লাল মিমি - মিমি চক্রবর্তীর ছবি

ফোনের 7000 ছবি ও 500 ভিডিয়ো ডিলিট হয়ে যাওয়ায় বেজায় চটে গেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)৷ টুইটে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ৷

all-the-photos-and-videos-got-deleted-from-mimi-chakrabortys-phone-actress-became-angry
ফোনের 7000 ছবি, 500 ভিডিয়ো উধাও ! ক্ষেপে লাল মিমি

By

Published : Nov 17, 2021, 8:05 PM IST

কলকাতা, 17 নভেম্বর:মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ফোন থেকে তাঁর যাবতীয় ছবি ও ভিডিয়ো মুছে গিয়েছে ৷ এতেই বেজায় ক্ষিপ্ত অভিনেত্রী ৷ হারিয়ে যাওয়া স্মৃতিগুলি পুনরুদ্ধারের জন্য সব রকম ভাবে চেষ্টা চালিয়েছেন তিনি ৷ তবে তিনি ব্যর্থ হয়েছেন ৷ গোটা ঘটনায় মোবাইল সংস্থার প্রতি অত্যন্ত বিরক্ত তৃণমূল সাংসদ ৷ টুইট করে সেই বিরক্তি প্রকাশ করেছেন মিমি ৷

বুধবার সকালে টুইটে মিমি লেখেন, "7000 ছবি, 500 ভিডিয়ো ৷ গ্যালারি থেকে সব মুছে গিয়েছে ৷ কাঁদব নাকি চিৎকার করব বুঝতে পারছি না ৷ সেগুলো পুনরুদ্ধারের সবরকম প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু কোনওটাই কাজে আসেনি ৷" এরপর মোবাইল কোম্পানির নাম উল্লেখ করে নিজের বিরক্তি প্রকাশ করেন যাদবপুরের সাংসদ ৷

আরও পড়ুন:Nusrat Jahan: নুসরতের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত, নিখিলের পক্ষেই রায় আদালতের

ফোনে নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো ক্যামেরাবন্দি করে রাখতেন মিমি চক্রবর্তী ৷ তবে এক লহমায় সেই সব স্মৃতি হারিয়ে ফেলে বেজায় চটেছেন অভিনেত্রী ৷ কোনও রকম রাখঢাক না-করেই তিনি মোবাইল সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ যদিও এ ব্যাপারে মোবাইল সংস্থার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন:Bonbibi: পার্নোর বনবিবিতে পুলিশ অফিসারের চরিত্রে রণজয়, হাজির লুক

ABOUT THE AUTHOR

...view details