কলকাতা, 17 নভেম্বর:মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ফোন থেকে তাঁর যাবতীয় ছবি ও ভিডিয়ো মুছে গিয়েছে ৷ এতেই বেজায় ক্ষিপ্ত অভিনেত্রী ৷ হারিয়ে যাওয়া স্মৃতিগুলি পুনরুদ্ধারের জন্য সব রকম ভাবে চেষ্টা চালিয়েছেন তিনি ৷ তবে তিনি ব্যর্থ হয়েছেন ৷ গোটা ঘটনায় মোবাইল সংস্থার প্রতি অত্যন্ত বিরক্ত তৃণমূল সাংসদ ৷ টুইট করে সেই বিরক্তি প্রকাশ করেছেন মিমি ৷
বুধবার সকালে টুইটে মিমি লেখেন, "7000 ছবি, 500 ভিডিয়ো ৷ গ্যালারি থেকে সব মুছে গিয়েছে ৷ কাঁদব নাকি চিৎকার করব বুঝতে পারছি না ৷ সেগুলো পুনরুদ্ধারের সবরকম প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু কোনওটাই কাজে আসেনি ৷" এরপর মোবাইল কোম্পানির নাম উল্লেখ করে নিজের বিরক্তি প্রকাশ করেন যাদবপুরের সাংসদ ৷