কলকাতা : কয়েকদিন আগেই ফরওয়ার্ড ব্লকের তরফে সৃজিত মুখার্জির পরবর্তী ছবি 'গুমনামি'-র বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয় । ছবিতে দেখানো তথ্যগুলো সঠিক নয় বলে এবার 'গুমনামি'-র বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করল অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম । সৃজিতের 'গুমনামি' নিয়ে বক্তব্য রাখা হবে সেখানে । বিষয়টি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা ফোরামের সদস্য জয়দীপ মুখার্জি ।
প্রেস বিজ্ঞপ্তির বয়ানে বলা হয়েছে, "মাননীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছেন যার নাম দেওয়া হয়েছে গুমনামি । এই ছবির মধ্য দিয়ে পরিচালক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রমাণ করতে চেয়েছেন যে আমাদের বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনের শেষ প্রান্তে সন্ন্যাস গ্রহণ করে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন । আমরা অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান সংক্রান্ত বিষয়ে উন্মোচন করার জন্য দীর্ঘদিন যাবত এই বিষয়ে কাজ করে যাচ্ছি ।"
বয়ানে আরও উল্লেখ করা হয়েছে, "1945 সালে 18 অগাস্টের পর সুভাষচন্দ্র বসুর আর কোনও সঠিক তথ্য এবং তার শেষ পরিণতি কী হয়েছিল তা আমরা জানতে পারিনি । সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান এবং তার শেষ পরিণতি নিয়ে 3 টি জাতীয় স্তরে কমিশন গঠন করা হয়েছিল । প্রথম কমিশন গঠিত হয় 1956 সালে শাহনওয়াজ খানের নেতৃত্বে এবং 1972 সালের দ্বিতীয় কমিশন গঠিত হয়েছিল জি ডি খোসলার নেতৃত্বে । যদিও দুটি কমিশনের রিপোর্টকে 1977 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই খারিজ করে দিয়েছিলেন । 1999 সালে পুনরায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সম্মানীয় মনোজ মুখার্জির নেতৃত্বে আরও একটি কমিশন গঠিত হয়েছিল..."