কলকাতা : শুধুমাত্র আবির চ্যাটার্জিই নন । কোরোনায় আক্রান্ত তাঁর পরিবারের সবাই । গতরাতে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন আবিরের বাবা ফাল্গুনী চ্যাটার্জি ।
ফেসবুকে বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনীবাবু লেখেন, "অ্যাকাডেমিতে 22 ডিসেম্বর 'পুরনায় রুবি রায়' শো বাতিল । আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে ।"
এদিকে রবিবার নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন আবির । লিখেছিলেন, "জীবনে নিশ্চিত বলে কিছুই হয় না...আবারও এটা প্রমাণ হয়ে গেল...সব সুরক্ষা নেওয়ার পরও আমি কোরোনায় আক্রান্ত হলাম । অবাক করা ব্যাপার হল, সম্পূর্ণ সুস্থ রয়েছি । শুধু গন্ধের অনুভূতিটুকু পুরোপুরি উধাও হয়ে গিয়েছে । আপাতত আইসোলেশনে রয়েছি ।"
আরও পড়ুন : কোরোনা আক্রান্ত আবির চট্টোপাধ্যায়
তাঁর পরিবারের সদস্যরা যে শীঘ্রই কোরোনা পরীক্ষা করাবেন সে কথা ওই পোস্টেই জানিয়েছিলেন তিনি । আর কোরোনা পরীক্ষার পর তাঁদের সবার রিপোর্ট পজ়িটিভ আসে ।
একটি চ্যানেলের গানের রিয়েলিটি শো-এর শুটিং করছিলেন আবির । কোরোনা পরিস্থিতির মধ্যে শুটিংয়ের সময় যে যে সুরক্ষা ব্যবস্থা মেনে চলা প্রয়োজন সবই করেছিলেন । কিন্তু, তারপরও কীভাবে কোরোনায় আক্রান্ত হলেন তা কোনওভাবেই বুঝতে পারছেন না তিনি ।