পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Alia Bhatt to make Hollywood debut: এবার যাত্রা শুরু হলিউডে, নেটফ্লিক্সের হার্ট অফ স্টোনে আলিয়া

এবার যাত্রা শুরু হতে চলেছে হলিউডে ৷ নেটফ্লিক্সের হার্ট অফ স্টোন দিয়ে হলিউডে অভিষেক ঘটতে চলেছে আলিয়া ভাটের (Alia Bhatt to make Hollywood debut) ৷

alia-bhatt-to-make-hollywood-debut-with-gal-gadots-netflix-film-heart-of-stone
এবার যাত্রা শুরু হলিউডে, নেটফ্লিক্সের হার্ট অফ স্টোনে আলিয়া

By

Published : Mar 8, 2022, 12:18 PM IST

মুম্বই, 8 মার্চ:এবার হলিউডে অভিষেক হতে চলেছে আলিয়া ভাটের (Alia Bhatt to make Hollywood debut) ৷ নেটফ্লিক্সের স্পাই থ্রিলার 'হার্ট অফ স্টোন'-এ দেখা যাবে তাঁকে ৷ 'ওয়ান্ডার ওম্যান'-এর অভিনেতা গল গ্যাডট ও জেমি ডোরন্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই বলি তারকা (Alia Bhatt in Netflix film Heart Of Stone)৷

গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি স্টারের হলিউড অন্তর্ভুক্তির কথা নিজেদের টুইটার হ্যান্ডেলে ঘোষণা করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া ৷ তারা জানিয়েছে, "একটা ঘোষণা দিয়ে দিনটা শুরু করছি ৷ আন্তর্জাতিক স্পাই থ্রিলার হার্ট অফ স্টোনে গল গ্যাডট (Gal Gadot-starrer Netflix film) ও জেমি ডোরন্যানের সঙ্গে অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট ৷"

আরও পড়ুন:Gangubai Kathiawadi Box Office Collections : প্রথমদিনেই বক্স অফিসে ঝড় তুলল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', কালেকশন 10.5 কোটি

জানা গিয়েছে, গ্রেগ রুকা ও অ্যালিসন স্ক্রোডারের লেখা চিত্রনাট্যের উপর তৈরি হার্ট অফ স্টোনের পরিচালনা করবেন টম হার্পার ৷ ছবিটির কেন্দ্রে থাকছেন গ্যাডট, তাঁর চরিত্রের নাম রাচেল স্টোন ৷ ফিল্মে তিনি একজন গোয়েন্দা ৷ তাঁর শক্তিশালী, আন্তর্জাতিক শান্তিরক্ষী সংস্থা এবং তাঁর সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার মাঝখানে দাঁড়িয়ে তিনি ৷ এই নিয়েই এগোবে গল্প ৷

আরও পড়ুন:Alia Bhatt-Ranbir Kapoor : 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নিয়ে কী মতামত রণবীরের জানালেন আলিয়া

ছবিটির প্রযোজক স্কাইড্যান্সের ডেভিড এলিসন, ডানা গোলবার্গ ও ডন গ্র্যাঞ্জার ৷ এ ছাড়াও প্রযোজনায় রয়েছেন মকিংবার্ডের বনি কার্টিস ও জুলি লিন এবং পাইলট ওয়েভের গ্যাডট ও জ্যারন ভারসানো ৷ এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে থাকছেন হার্পার, রুকা ও প্যাটি হুইচার ৷ তবে আলিয়ার চরিত্রটি কী হতে চলেছে, সেই রহস্যের এখনও উন্মোচন করেননি নির্মাতারা ৷ বলি অভিনেত্রীর হলি যাত্রায় তাঁর জন্য অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details