মুম্বই, 15 ফেব্রুয়ারি :নতুন বছরের শুরুতেই অনুরাগীদের জন্য খুশির খবর দিয়েছিলেন বলিউডের 'খিলাড়ি' কুমার অক্ষয় ৷ তিনি জানিয়ে দিয়েছিলেন হোলির দিন অর্থাৎ 18 মার্চ পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ছবি 'বচ্চন পান্ডে' ৷ এবার ফের একবার বড় খবর দিলেন অভিনেতা ৷ নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে ছবির একটি পোস্টার শেয়ার তিনি জানিয়েছেন, 18 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই অ্য়াকশন ছবির ট্রেলার (Akshay New Film Bachchan Pandey Trailer to be out on Feb 18)৷ ফরহাদ সামজির পরিচালনায় এই ছবিতে অক্ষয়কে জুটি বাঁধতে দেখা যাবে কৃতি স্যাননের সঙ্গে ৷
ট্রেলার মুক্তির খবর সকলকে জানিয়ে অক্ষয় লিখেছেন, "এটা এমন একটা চরিত্র যার মধ্য়ে রঙের দোকানের থেকেও বেশি 'শেডস' আছে ৷ বচ্চন পান্ডে আসছে আপনাকে হাসাতে, কাঁদাতে এবং ভয় দেখাতে সব কিছুর জন্য় প্রস্তুত ৷ আর দয়া করে আপনার সমস্ত ভালবাসা চরিত্রটিকে দিন ৷ 18 ফেব্রুয়ারি ট্রেলার মুক্তি পাবে ৷" অক্ষয়, কৃতি ছাড়াও ছবিতে থাকছেন পঙ্কজ ত্রিপাঠী, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারশির মত অভিনেতা ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং ওয়ারদা খান নাদিয়াদওয়ালা।