মুম্বই, 14 জানুয়ারি : মকর সংক্রান্তি মানেই আকাশে ঘুড়ির মেলা ৷ আজকের এই দিনে ঘুড়ির লড়াইয়ে মেতে ওঠে সারা ভারত ৷ এবার একইভাবে মকর সংক্রান্তির উৎসব পালনে মেতে উঠলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার ৷ শীতের সকালে লাঠাই হাতে ঘুড়ি ওড়ানোর খেলায় মেতে উঠলেন অভিনেতা ৷
আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে শেয়ার করে নিজের অনন্য মেজাজে সকলকে শুভেচ্ছাও জানালেন তিনি (Akshay Shares the Makar Sankranti greetings ) ৷ অক্ষয় লেখেন, "মিঠে গুড় মে মিল গ্যায়ে তিল, উডতি পতঙ্গ অর খিল গ্যায়ে দিল...মকর সংক্রান্তি আপনাদের সকলের জীবনে আনন্দ এবং নতুন আশা বয়ে আনুক ৷ শুধু বিশ্বাসের সুতোটা অবশ্য়ই শক্ত করে ধরে রাখবেন ৷"