পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Makar Sankranti greetings from Akshay Kumar : ঘুড়ি হাতে মকর সংক্রান্তির উৎসব পালন অক্ষয় কুমারের

একইভাবে মকর সংক্রান্তির উৎসব পালনে ঘুড়ি হাতে মেতে উঠলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Shares the Makar Sankranti greetings ) ৷

akshay kumars makar sankranti greetings come with beautiful message on hope
ঘুড়ি হাতে মকর সংক্রান্তির উৎসব পালনে অক্ষয় কুমার

By

Published : Jan 14, 2022, 5:48 PM IST

মুম্বই, 14 জানুয়ারি : মকর সংক্রান্তি মানেই আকাশে ঘুড়ির মেলা ৷ আজকের এই দিনে ঘুড়ির লড়াইয়ে মেতে ওঠে সারা ভারত ৷ এবার একইভাবে মকর সংক্রান্তির উৎসব পালনে মেতে উঠলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার ৷ শীতের সকালে লাঠাই হাতে ঘুড়ি ওড়ানোর খেলায় মেতে উঠলেন অভিনেতা ৷

আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেল থেকে শেয়ার করে নিজের অনন্য মেজাজে সকলকে শুভেচ্ছাও জানালেন তিনি (Akshay Shares the Makar Sankranti greetings ) ৷ অক্ষয় লেখেন, "মিঠে গুড় মে মিল গ্যায়ে তিল, উডতি পতঙ্গ অর খিল গ্যায়ে দিল...মকর সংক্রান্তি আপনাদের সকলের জীবনে আনন্দ এবং নতুন আশা বয়ে আনুক ৷ শুধু বিশ্বাসের সুতোটা অবশ্য়ই শক্ত করে ধরে রাখবেন ৷"

আরও পড়ুন : বিয়ের জল্পনার মাঝেই বিকিনিতে মৌনি, ছবি-ভিডিয়োয় আগুন ইন্টারনেটে

অবশ্য শুধু বলিউডর খিলাড়িই নন, আজকের এই দিনে ঘুড়ি হাতে নিজেদের ছোটবেলার স্মৃতিগুলিকে চাঙ্গা করে নিয়েছেন অনেকেই ৷ ক্রিকেটার ইরফান পাঠানকেও আজ দেখা গেল ঘুড়ি হাতে মাঠে ছুটে বেড়াতে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details