মুম্বই, 10 মার্চ :কয়েকদিনের মধ্যেই পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ছবি 'বচ্চন পান্ডে' ৷ লাইনে রয়েছে ঐতিহাসিক থ্রিলার পৃথ্বীরাজ-ও ৷ তবে বসে থাকার সময় নেই বলিউডের খিলাড়ি কুমারের ৷ এবার নতুন ছবির জন্য রোমান্স কিং ইমরান হাসমির সঙ্গে জুটি বাঁধলেন অক্ষয় কুমার ৷ নতুন এই ছবির নাম 'সেলফি' ৷ শুরু হয়ে গেল ছবির শ্যুটিং (Akshay Kumar and Emraan Hashmi New Film Goes on Floors)৷
প্রযোজক তথা পরিচালক করণ জোহর বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে এই সিনেমার ক্ল্যাপবোর্ডের একটি ছবি শেয়ার করেছেন ৷ সেই সঙ্গে ক্য়াপশনে তিনি লেখেন, "আজ সেলফি-এর প্রথম দিন ৷ দলের জন্য় আগামীতে যে রোমাঞ্চকর অধ্যায়গুলি অপেক্ষা করছে তার জন্য আপনাদের আশীর্বাদ চাই ৷ "