মুম্বই, 18 জানুয়ারি : সোমবার 21 তম বিবাহবার্ষিকী পালন করলেন বলিউড 'খিলাড়ি' কুমার অক্ষয় এবং বিউটি কুইন টুইঙ্কল খান্না (Akshay and Twinkle celebrate their 21st Anniversary) ৷ দীর্ঘ দাম্পত্য় জীবনের এই বিশেষ মোড়ে দুজনেই যে যার মত করে শুভেচ্ছা জানিয়েছেন একে অপরকে ৷ একদিকে যেমন টুইঙ্কলের পোস্ট ঘিরে রীতিমত হাসির রোল পড়েছে স্যোশাল মিডিয়ায় তেমনি আবার অক্ষয়ের লেখা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ৷ দ্যাম্পত্য জীবনের রসায়ন কিভাবে বদলে গিয়েছে এই 21 বছরে তারই কিছুটা নিজের লেখায় তুলে ধরেছেন টুইঙ্কেল ৷
নেটিজেনদের উদ্দেশে অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কেল এই বিশেষ দিনে তাঁদের একটি কথপোকথন সামনে এনেছেন ৷ যেখানে তিনি অক্ষয়কে প্রথমেই বলেন, "তুমি কী জান, এখন যদি তোমার সঙ্গে কোনও পার্টিতে দেখা হত আমি তোমার সঙ্গে কথাই বলতাম না ৷ " তাতে অক্ষয়ের জবাব, "আমি কিন্তু অবশ্য়ই তোমার সঙ্গে কথা বলতাম ৷"
এরপর অভিনেত্রী জানতে চেয়েছেন, "কেন কথা বলতে তা ভেবে আমি অবশ্য় মোটেই আশ্চর্য হচ্ছি না , নিশ্চয়ই ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতে আমাকে?" আর এরপর অক্ষয় যে জবাব দিয়েছেন তা রীতিমত হাসির রোল তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ কারণ অক্ষয় বলেন, "না, আমি বলতাম বউদি, দাদা কেমন আছেন? বাচ্চারা ভাল আছে তো? আচ্ছা নমস্কার ৷"