পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ajoy Chakrabarty pays tribute to Lata Mangeshkar: সূর্যকে প্রদীপ দিয়ে দেখানোর প্রয়োজন পড়ে না, লতা-স্মরণে অজয় চক্রবর্তী

সূর্যকে প্রদীপ দিয়ে দেখানোর প্রয়োজন পড়ে না ৷ লতা মঙ্গেশকরের (Ajoy Chakrabarty pays tribute to Lata Mangeshkar) প্রয়াণে তাঁর সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই উপমাই ব্যবহার করলেন পণ্ডিত অজয় চক্রবর্তী (Ajoy Chakrabarty condoles Lata Mangeshkar's demise) ৷

Lata Mangeshkar demise
সূর্যকে প্রদীপ দিয়ে দেখানোর প্রয়োজন পড়ে না, লতা-স্মরণে অজয় চক্রবর্তী

By

Published : Feb 6, 2022, 12:29 PM IST

Updated : Feb 6, 2022, 1:56 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: শুক্লা পঞ্চমীতেই চলে গেলেন সঙ্গীতের জগতে সাক্ষাৎ মা সরস্বতী লতা মঙ্গেশকর (Ajoy Chakrabarty pays tribute to Lata Mangeshkar)। তাঁর প্রয়াণে আবেগে ভাসলেন পণ্ডিত অজয় চক্রবর্তী (Ajoy Chakrabarty condoles Lata Mangeshkar's demise) ৷ তাঁর মতে, এটা শুধুই নক্ষত্রপতন নয় ৷ এটা সূর্যপতন, ইন্দ্রপতন, চন্দ্রপতন ৷

গায়িকা হিসেবে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar passes away) পথ চলা শুরু 1941 সালের 16 ডিসেম্বর । মাত্র 5 বছর বয়স থেকে বাবার কাছে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি । 1956 সালে প্রথম বাংলা গান করেন । তার পরের সময়টা ইতিহাস ৷ বাঙালি না-হয়েও গেয়েছেন বহু বাংলা গান ৷ বাংলা গান করার জন্য রীতিমতো শিক্ষক রেখে পড়াশোনা করেছেন ৷ এই নিষ্ঠারই অপর নাম লতা মঙ্গেশকর ৷ 'নিঝুম সন্ধ্যায়', 'আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমের', 'ও পলাশ ও শিমুল'-সহ অজস্র গান তাঁর কণ্ঠে পেয়েছে বাঙালি । শুধু বাংলাই নয়, 36টিরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি ।

সুরসম্রাজ্ঞীর প্রয়াণে পণ্ডিত অজয় চক্রবর্তীর প্রতিক্রিয়া

আরও পড়ুন:Mamata Pays Tribute To Lata : সোমবার অর্ধদিবস ছুটি, 15 দিন ধরে রাজ্যে লতার গান ; শোকপ্রকাশ করে ঘোষণা মমতার

সুরসম্রাজ্ঞীর জীবনাবসানে নিজের আবেগতাড়িত পণ্ডিত অজয় চক্রবর্তী ৷ তিনি বলেন, "সূর্যপতন, ইন্দ্রপতন, চন্দ্রপতন হল আজ । নক্ষত্র বললে হয় না । আলাদা একটা জায়গা আছে ওঁর । আমার মনে হয় 'সঙ্গীত' শব্দটা সবথেকে বেশি সার্থকতা পায় ওঁর অভ্যুত্থানে । 'সঙ্গীত' কথাটা উঠলে উস্তাদ গুলাম আলি খাঁ থেকে শুরু করে নাসিরুদ্দিন খাঁ সাহেব - সবাই ওঁকে মনে করেন ৷ লতাজি কখনও শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান করেননি, তবু শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীরা 'সঙ্গীত' বলতে তাঁকেই বোঝেন । সব শিল্পীরাই তাঁকে সর্বকালের শ্রেষ্ঠ শিল্পী হিসেবে মানেন এবং মানবেন । সূর্যকে তো প্রদীপ দিয়ে দেখানোর প্রয়োজন পড়ে না ৷ সঙ্গীত জগতে যে উদাহরণ তিনি রেখে গেলেন তা তাঁর কঠোর পরিশ্রম, নিজেকে শেখানোর আর লড়াইয়ের ফসল । আমার একটাই অনুরোধ সকলের কাছে, যেন ওঁর জীবনীটা সবাই পড়েন ।"

আরও পড়ুন :Modi mourns Lata Mangeshkars death : লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদি, পরিবারকে জানালেন সমবেদনা

পণ্ডিত অজয় চক্রবর্তীর (Ajoy Chakrabarty on Lata Mangeshkar) মতে, "ওঁর মতো এমন লড়াই করার মানসিকতা না থাকলে ওঁর জায়গায় যাওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারবেন না ৷ কোটি কোটি প্রণাম সুরসম্রাজ্ঞীকে । আমি কে ওঁকে নিয়ে বলছি সেটা বড় কথা নয়, বড় কথা হল আমি কাকে নিয়ে বলছি ।"

আরও পড়ুন:Lata Mangeshkar : না যেয়ো না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

Last Updated : Feb 6, 2022, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details