পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'লালবাজার' ওয়েব সিরিজ়ের নিবেদক অজয়, মুক্তি পেল টিজ়ার - লালবাজার ওয়েব সিরিজ়

19 জুন মুক্তি পেতে চলেছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ় 'লালবাজার' । মুক্তি পেল টিজ়ার । সিরিজ়টি নিবেদন করছেন অজয় দেবগন ।

Ajay Debgn presented Laalbazaar
Ajay Debgn presented Laalbazaar

By

Published : Jun 13, 2020, 2:49 PM IST

মুম্বই : হিন্দি আর বাংলায় মুক্তি পেতে চলেছে ক্রাইম থ্রিলার সিরিজ় 'লালবাজার' । সিরিজ়ের কাস্ট, বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যেই একটা উত্তেজনা তৈরি হয়েছে দর্শকের মধ্যে । আর তার মধ্যে এটা শোনা গেল যে, সিরিজ়টি নিবেদন করছেন বলিউডের 'সিংঘম' অজয় দেবগন ।

IANS-কে অজয় বলেন, "ক্রাইম ও তার সমাধান তো রয়েছেই এই সিরিজ়ে । সঙ্গে পুলিশ স্কোয়াডের একটা মানবিক দিকও ফুটিয়ে তোলা হয়েছে এই ওয়েব সিরিজ়টিতে । দিনরাত যে, মানুষগুলো আমাদের রক্ষা করার জন্য পরিশ্রম করছেন, তাঁদের ব্যক্তিগত জীবনের দিকেও আলোকপাত করে এই সিরিজ় ।"

.

অজয়ের ভয়েজ়ওভার দিয়েই মুক্তি পেল 'লালবাজার'-এর টিজ়ার । এক মিনিটের একটু বেশি সময় ধরে তৈরি এই টিজ়ারই বুঝিয়ে দিল যে, জাতীয় স্তরে তৈরি ওয়েব সিরিজ়গুলোর থেকে কোনও অংশে কম নয় এই সিরিজ়টি ।

একাধিক সিনেমায় নিজে পুলিশের চরিত্রে অভিনয় করছেন অজয় । তিনি বললেন, "পুলিশের পোশাক পরে যে অভিনয় করতে পেরেছি, তার জন্য নিজেকে ধন্য মনে করি ।"

.

সায়ন্তন ঘোষালের পরিচালনায় তৈরি 'লালবাজার'-এ অভিনয় করছেন কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, দিব্যেন্দু ভট্টাচার্য্য, সুব্রত দত্তের মতো তাবড় অভিনেতারা । দেখে নিন সেই রোমহর্ষক টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details