মুম্বই, 13 ফেব্রুয়ারি: এবার কি তবে আসতে চলেছে সিংঘম থ্রি (Singham 3)? রবি-সকালে নিজের ইনস্টা পোস্টে সে রকমই ইঙ্গিত দিলেন বলিউডের সিংঘম স্টার অজয় দেবগন (Ajay Devgn on Singham 3) ৷ আর তাঁর সেই পোস্ট দেখে আহ্লাদে আটখানা তাঁর ভক্তরা ৷
আজ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অজয় ৷ সেই ভিডিয়োতে কয়েকটি প্রশ্ন করা হচ্ছে তাঁকে ৷ থাকছে দুটো অপশন ৷ জবাব দিচ্ছেন অজয় ৷ এভাবেই পরপর বেশ কয়েকটি প্রশ্নের মধ্যে হঠাৎই প্রশ্ন আসে, "আপনি কি একটি ফিল্মের রিমেক করবেন নাকি সিক্য়ুয়েল বানাবেন ?" মজার ব্যাপার হল, এই প্রশ্নের জবাবে অজয় জানান, তিনি সিক্যুয়েল বানাবেন ৷ সেই সময়ই হাতের তিনটি আঙুল তুলে কিছু ইঙ্গিত করেন অভিনেতা ৷ আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল সিংঘমের ট্র্যাক (Ajay Devgn teases Singham 3) ৷ এর থেকেই দুয়ে দুয়ে চার করে নিয়েছেন তাঁর ভক্তরা ৷ দ্রুত ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো ৷ ভক্তদের ধারণা, অজয় এটাই বলতে চেয়েছেন যে, তিনি খুব শিগগিরই সিংঘম থ্রি উপহার দেবেন ৷
আরও পড়ুন:Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের