পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ajay Devgn in Gangubai Kathiawadi: 'গাঙ্গুবাঈ' কাথিয়াওয়াড়ি ছবিতে নিজের চরিত্রের প্রথম ঝলক শেয়ার করলেন অজয় - Pair of Sanjay and Ajay After a long time

সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারকা অভিনেতা অজয় দেবগণও ৷ এবার ট্রেলার মুক্তির আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ফার্স্ট লুকের একটি পোস্টার শেয়ার করলেন তিনি (Looks of Ajay Devgn in Gangubai Kathiawadi)৷

'গাঙ্গুবাঈ' কাথিয়াওয়াড়ি ছবিতে নিজের চরিত্রের প্রথম ঝলক শেয়ার করলেন অজয়
'গাঙ্গুবাঈ' কাথিয়াওয়াড়ি ছবিতে নিজের চরিত্রের প্রথম ঝলক শেয়ার করলেন অজয়

By

Published : Feb 3, 2022, 8:53 PM IST

মুম্বই, 3 ফেব্রুয়ারি : সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে একদিকে যেমন প্রধান চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট, তেমনই এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তারকা অভিনেতা অজয় দেবগনও ৷ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ফার্স্ট লুকের একটি পোস্টার শেয়ার করলেন তিনি ৷ ধূসর ব্লেজার, বাদামি টুপি, সাদা প্য়ান্ট-শার্ট এবং ডার্ক সানগ্লাসে সাজানো হয়েছে অজয়কে, পিছনে রয়েছে আকাশি রঙের একটি ভিন্টেজ গাড়ি ৷ যা দেখেই অনুমান করা যায় ছবিতে অভিনেতার চরিত্রটি হতে চলেছে বেশ ক্ষমতাবান এবং প্রতিপত্তি সম্পন্ন ৷

নিজের এই পোস্টার শেয়ার করে হিন্দিতে অজয় লেখেন, "আপনে পেহচান সে চার চান্দ লাগানে, আ রহে হ্য়ায় হাম ৷ "একইসঙ্গে তিনি এও জানান যে আগামিকাল আসতে চলেছে ছবির ট্রেলার ৷ বহুদিন পর ফের একবার জুটি বেঁধেছেন সঞ্জয় এবং অজয় (Pair of Sanjay and Ajay After a long time)৷ শেষবার সঞ্জয় লীলা বনশালির আইকনিক 'হাম দিল দে চুকে সনম' ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন ৷ হাসান জাহিদির লেখা "মাফিয়া কুইনস অফ মুম্বই"-এর একটি অধ্যায়ের ওপর ভিত্তি করে বানানো হয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ গাঙ্গুবাঈ, যিনি 1960-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান মুখ হয়ে উঠেছিলেন, আবার একইসঙ্গে যিনি অর্জন করেছিলেন সকলের শ্রদ্ধাও ৷ সেই চরিত্রটিই পর্দায় ফুটিয়ে তুলবেন আলিয়া ৷

আরও পড়ুন : সলমনের সঙ্গে শ্যুটিংয়ের জের, ভ্যালেন্টাইন একসঙ্গে কাটাবে না ভি-ক্যাট

ছবিতে অজয়ের চরিত্রের নাম-পরিচয় কিছুই এখনও সামনে আসেনি ৷ তবে তাঁর চরিত্রটি যে গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে প্রথম লুকেই ৷ ছবিতে অজয় ছাড়াও রয়েছে বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি মত অভিনেতা, অভিনেত্রীরা ৷ 25 ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details