কলকাতা, 23 অগস্ট : নুসরত জাহানের প্রেগন্যান্সি (Aishwarya RaiBachchan Pregnant?) নিয়ে দীর্ঘ জল্পনার অধ্যায় চলেছে টলিউডে ৷ অভিনেত্রী নিজে এ বিষয়ে মুখ না-খুললেও প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবি ৷ এ বার কি সুখবর আসতে চলেছে বলিউডের থেকে ? বচ্চন পরিবারে কি আসছে নতুন অতিথি ? বলিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya RaiBachchan) ৷ সম্প্রতি অভিষেক-পত্নীর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে ৷
22 অগস্ট মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে দেখা যায় 47 বছরের অভিনেত্রীকে ৷ তাঁর সঙ্গে ছিল 9 বছরের কন্যা আরাধ্যাও ৷ কালো রঙের পোশাকে মা-মেয়ে দু‘জনেই ছিলেন নজরকাড়া ৷ তবে অনেকেই সেই ভিডিয়ো দেখে বলছেন, বচ্চন-বধূর বেবি বাম্প সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ যেটি দেখে অভিষেক ও ঐশ্বর্যর দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে একপ্রকার নিশ্চিত নেট নাগরিকরা ৷
আরও পড়ুন: Afghanistan: 20 বছর আগে কাবুল থেকে পালিয়ে আসার স্মৃতিচারণ অভিনেত্রী ওয়ারিনার
কর্মক্ষেত্রে শেষ ঐশ্বর্যকে বড়পর্দায় দেখা গিয়েছে 2018 সালে ৷ অতুল মঞ্জরেকরের ফ্যানি খানে (Fanney Khan) একজন গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ সেই ফিল্মে ছিলেন রাজকুমার রাও ও অনিল কাপুরও ৷