পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ranbir Alia Brahmastra leaked picture: প্রেম দিবসের আগেই ভাইরাল রণবীর-আলিয়ার রোম্যান্স - Valentine's Day 2022

প্রেম দিবসের (Valentine's Day 2022) আগেই ভাইরাল হল ব্রহ্মাস্ত্রে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ছবি (Ranbir Alia Brahmastra leaked picture) ৷ সেই ছবিতে যেন একে-অপরের চোখে হারিয়ে গিয়েছেন বলিউডের লাভ বার্ডস (Ranbir Kapoor Alia Bhatt latest news) ৷

ahead-of-valentines-day-alia-ranbir-are-lost-in-each-others-eyes-picture-from-brahmastra gets viral
প্রেম দিবসের আগেই ভাইরাল রণবীর-আলিয়ার রোম্যান্স

By

Published : Feb 13, 2022, 3:05 PM IST

মুম্বই, 13 ফেব্রুয়ারি: প্রেম দিবসের (Valentine's Day 2022) প্রাক্কালে সবেতেই যেন ভালবাসা খুঁজছেন মানুষজন ৷ সেই কারণেই বলিউডের লাভ বার্ডস আলিয়া ভাট ও রণবীর কাপুরের মিষ্টি ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে ইন্টারনেটে ৷ সেই ছবিতে একে-অপরের চোখের দিকে চেয়ে যেন কোথায় হারিয়ে গিয়েছেন দুই অভিনেতা ৷ এই ছবি যেন ভ্য়ালেন্টাইন্স ডে-আগে ভক্তদের জন্য উপহার রণবীর-আলিয়ার (Ranbir Alia Brahmastra leaked picture) ৷

রিয়েল লাইফ জুটিকে প্রথমবার পর্দায় প্রেম করতে দেখা যাবে তাঁদের আপকামিং ফিল্ম ব্রহ্মাস্ত্রতে (Ranbir Kapoor Alia Bhatt Brahmastra pictures) ৷ ছবির বিষয় এখনও গোপনই রেখেছেন নির্মাতারা ৷ তবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ফিল্মের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা দেখে এটা স্পষ্ট যে রণবীর-আলিয়ার রসায়ন চুটিয়ে উপভোগ করবেন দর্শকরা ৷ ছবিটিতে একটি গেটের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে দুই অভিনেতাকে (picture from Brahmastra gets viral) ৷ তবে তাঁদের দু‘জনের চোখ আটকে রয়েছে একে-অপরের দিকে ৷

আরও পড়ুন:রাজস্থানে বাগদান সারবেন রণবীর-আলিয়া ?

গত বছরের শেষের দিকে ছবির একটি মোশন পোস্টার প্রকাশ করেছিলেন ব্রহ্মাস্ত্রের (Brahamstra latest news) নির্মাতারা ৷ পুরাণ ও সায়ান্স-ফিকশনের মিশেল ধরা পড়েছে ছবির পোস্টারে ৷ 6 বছর ধরে তৈরি হয়েছে অয়নের এই ড্রিম প্রজেক্ট ৷ আট বছর আগে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির পর এটাই প্রথম ফিল্ম তাঁর ৷

ব্রহ্মাস্ত্রে রণবীর ও আলিয়া (Ranbir Kapoor Alia Bhatt latest news) ছাড়াও দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুন আক্কিনেনিকে ৷ আগামী 9 সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় - এই পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র ৷

আরও পড়ুন:'ব্রহ্মাস্ত্র'-র সেটে এসব কী চলছে ?

ABOUT THE AUTHOR

...view details