হায়দরাবাদ, 26 মার্চ:এসএস রাজামৌলীর ফিল্ম আরআরআর-এর ঘোষণার পর থেকেই এই ফিল্ম নিয়ে মানুষের উত্সাহ তুঙ্গে ৷ আলিয়া ভাটের চরিত্রের পোস্টার প্রকাশ্যে আসার পর এ বার সামনে এল আল্লুরি সীতারামা রাজুর চরিত্রে দক্ষিণি সুপারস্টার রাম চরণের ফার্স্ট লুক ৷
সেই ছবি শেয়ার করে ক্যাপশনে রাম চরণ লিখেছেন, "সাহসিকতা, সম্মান ও একতা ৷ যে ব্যক্তি এই সবকিছুর সংজ্ঞা ৷ সবার সামনে আল্লুরি সীতারামা রাজুকে তুলে ধরলাম ৷"
রাম চরণের জন্মদিনে গত বছর তাঁর ফার্স্ট লুক প্রকাশ করার কথা ছিল পরিচালক এসএস রাজামৌলীর ৷ তবে করোনা আবহে সে সব ভাবনা জলে যায় ৷ বন্ধ করে দিতে হয় ফিল্মের শ্যুটিং ৷ প্রকাশ করা যায়নি ছবির টিজ়ার ৷ তবে রাম চরণের ফার্স্ট লুক প্রকাশ করে উচ্ছ্বসিত রাজামৌলীও ৷
আরও পড়ুন:মুগ্ধ করলেন 'সীতা' আলিয়া
গত বছর জুনিয়র এনটিআর-এর জন্মদিনে তাঁকে আরআরআর-এর ভীম হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন চিত্রনির্মাতারা ৷ স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীমের চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআর-কে ৷