কলকাতা : কয়েকমাস আগে নীলরতন সরকার হাসপাতালে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা । সেই ঘটনার প্রেক্ষাপটেই নতুন ছবি আনছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় । ছবির নাম 'চোর'। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন অগ্নিদেব ।
অগ্নিদেব বলেন, "আমরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি, এখন আমাদের যা সমাজ ব্যবস্থা, সেখানে আমার মনে হচ্ছে যে, ভুল এবং ঠিকের মাঝখানের লাইনটা কোথাও মুছে গেছে । সামাজিক জীব হিসেবে সকলেই কলুষিত । পুরো সিস্টেমটাই একটা কোরাপশনের দিকে হাঁটছে । সেই জায়গা থেকেই আমার ছবিটা করার ইচ্ছে হয়েছে । আজকের দিনে দাঁড়িয়ে সবাই আমরা চোর হয়ে গেছি । সবাই চোর । এই সিস্টেমের অঙ্গ হয়ে গেছি সবাই । যেখানে চুরি করা খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে । এত চাহিদা বেড়ে যাচ্ছে সকলের, সেখানে নীতিবোধ আর থাকছে না ।"