মুম্বই, 15 অক্টোবর: তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন হাই-প্রোফাইল ক্রুজের মাদক মামলার তদন্তের (Drug Case) নেতৃত্বে থাকা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)৷ তার জেরে এ বার তাঁর নিরাপত্তা আরও জোরদার করল মুম্বই পুলিশ ৷
ওয়াংখেড়ের অভিযোগ ছিল, তাঁকে অনুসরণ করতে করতে কবরস্থান পর্যন্ত চলে যান ওশিওয়ারা পুলিশ স্টেশনের দু'জন কর্মী ৷ প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজও দাখিল করেছিলেন এনসিবি কর্তা ৷ 2015 সালে তাঁর মা মারা গিয়েছেন ৷ তারপর থেকে মাঝেমধ্যে কবরস্থানে যান সমীর ৷ থানায় অভিযোগ করার পর এই নিয়ে মহারাষ্ট্রের ডিজি সঞ্জয় পাণ্ডের সঙ্গে দেখা করেন সমীর ওয়াংখেড়ে ৷ জানান, তাঁকে অনুসরণ করা হচ্ছে ৷ এরপরই তাঁর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ একজন বন্দুকধারী ও তিনজন সাধারণ পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে শীর্ষ আইআরএস অফিসারের নিরাপত্তায় ৷
আরও পড়ুন: Sameer Wankhede: এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধিতে নজরদারি মুম্বই পুলিশের !