পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মহরৎ হয়ে গেল রাজ চক্রবর্তীর আগামী ছবি 'পরিণীতা'-র - Ritwick

'অ্যাডভেঞ্চারস অফ জোজো'-র পর 'শেষ থেকে শুরু' ছবির কাজ শুরু করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। সেই ছবির কাজ শেষ হতেই ফের একটি নতুন ছবির কাজে হাত দিলেন রাজ। ছবির নাম 'পরিণীতা'। আজ হয়ে গেছে ছবির মহরৎও। মহরতে উপস্থিত ছিলেন রাজ, শুভশ্রী ও অদ্রিত। এছাড়াও ছিলেন ঋত্বিক, গৌরবও।

ফোটো সৌজন্য রাজ চক্রর্তী ইনস্টাগ্রাম

By

Published : Mar 25, 2019, 3:23 PM IST

রাজের হোম প্রোডাকশন হাউজ় 'রাজ চক্রবর্তী প্রোডাকশন'-এর প্রযোজনাতে চলতি বছর অগাস্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ছবিতে অভিনয় করছেন অদ্রিত রায় ও শুভশ্রী গাঙ্গুলি। বিয়ের পর থেকেই রাজ ও শুভশ্রীকে বারবার শুনতে হয়েছে, যে কবে রাজ শুভশ্রীকে নিয়ে কাজ করবেন ? তবে এবার বোধহয় দর্শকের অপেক্ষা শেষ হল।

ফোটো সৌজন্য রাজ চক্রর্তী ইনস্টাগ্রাম

রাজের প্রযোজনায় 'প্রেম আমার ২'-তে ডেবিউ করেছেন অদ্রিত। দ্বিতীয় ছবি হিসেবে নিজের ঝুলিতে পুড়েছেন কমলেশ্বর মুখার্জির 'পাসওয়ার্ড' ছবিটিও। সেই ছবির কাজ চলছে। আর মাত্র কয়েকদিনে তৃতীয় ছবি 'পরিণীতা'-র কাজও শুরু করবেন তিনি।

এদিকে রসগোল্লায় গেস্ট অ্যাপেয়ারেন্স করেছিলেন শুভশ্রী। এরপর এখনও পর্যন্ত সেভাবে কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। আবার বিয়ের পর এই প্রথম রাজের সঙ্গে কাজ। ফলে দর্শক তাঁকে দেখার জন্য অপেক্ষায় আছে।

ABOUT THE AUTHOR

...view details