হায়দরাবাদ, 23 অগস্ট :আফগানিস্তানের (Afghanistan) বর্তমান পরিস্থিতি তাঁকে অতীতের ভয়ংকর অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে ৷ বললেন আফগানিস্তানের অভিনেত্রী ওয়ারিনা হুসেন (Warina Hussain)৷ দু দশক আগে তাঁর পরিবারকে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল ৷ আবারও হাজার হাজার আফগান পরিবারের সেই দশা দেখে মন কেঁদে উঠেছে অভিনেত্রীর ৷
2018 সালে সলমন খান (Salman Khan) প্রযোজিত লাভইয়াত্রি (Loveyatri) ফিল্ম দিয়ে বলিউডে ডেবিউ হয় ওয়ারিনার ৷ এর পরে সলমন খানের দাবাং 3-এর মুন্না বদনাম গানে দেখা যায় আফগান কন্যাকে ৷ তালিবান কাবুল দখলের পর আফগানিস্তানের বর্তমান যে পরিস্থিতি, তা নিয়ে বলতে গিয়ে 20 বছর আগের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন ওয়ারিনা হুসেন ৷
আরও পড়ুন:Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?
তিনি বলেন, "আমার ও আমার পরিবারের জন্য খুবই কঠিন পরিস্থিতি ছিল ৷ ঠিক 20 বছর আগের পরিস্থিতি এখন হয়েছে ৷ যুদ্ধ ও অস্থিরতার কারণে আমার পরিবারের সঙ্গে আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হই ৷ বহু বছর পর এখন সেই পরিস্থিতি ৷ অন্য পরিবারগুলিও তাদের ঘর হারাচ্ছে ৷" কাবুলে কাটানো সুন্দর মুহূর্তগুলোরও স্মৃতিচারণ করেন আফগান অভিনেত্রী ৷ পরিবারের সঙ্গে পিকনিক করা, খাওয়া-দাওয়া, সুন্দর বসন্তের পরিবেশ আজও চোখে ভাসে তাঁর ৷ আর এখন শুধু দমন-পীড়নের মধ্যেই সেখানে সবাইকে শ্বাস নিতে হয় বলে আক্ষেপ করেন ওয়ারিনা ৷
আরও পড়ুন:KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ