পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sreelekha Mitra: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার - শ্রীলেখা মিত্রের খবর

আপনার বয়স কত ? সৌন্দর্যের গোপন রহস্য (Beauty Secret) কী ? এই ভক্তের এই প্রশ্নের জবাবে অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বললেন, হাফ সেঞ্চুরি হতে চলল ৷ এজ নো বার, সেক্স বারবার ৷

actress sreelekha mitra tells her age and secret of her beauty
সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

By

Published : Jul 15, 2021, 1:26 PM IST

Updated : Jul 15, 2021, 1:43 PM IST

কলকাতা, 15 জুলাই : নিজের বিউটি সিক্রেট প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ৷ ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের খোলামেলা জবাব দিয়ে তিনি জানালেন তাঁর সৌন্দর্যের গোপন রহস্য (Beauty Secret) ৷ তুলে ধরলেন তাঁর যৌনজীবনের গোপন কথাও ৷

নিয়মিত ভক্তদের প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন শ্রীলেখা মিত্র ৷ দিনকয়েক আগেই তিনি তাঁর ইনস্টাগ্রামের পাতায় ঘোষণা করেছেন যে, প্রতিদিন তিনি তাঁর ভক্তদের প্রশ্নের উত্তর দিয়ে যাবেন ৷ সেইমতোই ইনস্টা রিলের মাধ্যমে প্রত্যেক ভক্তের কৌতূহল মেটাচ্ছেন অভিনেত্রী ৷ আজ সাতসকালে আবারও তিনি কথোপকথন চালিয়ে গেলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ৷

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন শ্রীলেখা ৷ সেখানে দেখা যাচ্ছে, ভোরবেলা উঠে যোগাভ্যাসে মন দিয়েছেন তিনি ৷ ছাইরঙা টপ ও হাল্কা ধূসর স্ট্রাইপড ট্র্যাকস্যুট পরে পদ্মাসনে বসে শ্রীলেখা ৷ পায়ে লাল স্নিকার ৷ আসন করতে করতেই ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী ৷

আরও পড়ুন:নতুন প্রেম ! সৈকত শহর গোয়ায় একান্তে কিম-লিয়েন্ডার

স্ক্রিনে লেখা ছিল এক ভক্তের প্রশ্ন ৷ সেখানে শ্রীলেখা মিত্রকে জিজ্ঞেস করা হয়েছে, "আপনার বয়স কত এবং আপনার সৌন্দর্যের রহস্য কী ?" জবাব দিতে গিয়ে কোনওরকম রাখঢাক না-করে শ্রীলেখা বললেন, "আপনার প্রশ্নের জবাবে জানাই, আর কয়েক বছরেই হাফ সেঞ্চুরি করব ৷ সো এজ নো বার (বয়স কোনও বাধা নয়) ৷ সেক্স বারবার ৷" এ কথা বলার সময় চোখ মেরে রসিকতা করেন অভিনেত্রী ৷ আর তাঁর মুখে ছিল দুষ্টুমিতে ভরা হাসি ৷ এক ফলোয়ার তাঁর এই জবাবে আগুনের ইমোজি দিয়ে লিখেছেন, "আপনার জবাবকে ভালবেসে ফেললাম ৷ সত্যিই আপনি খুব খোলা মনের ৷" তবে এ দিনের পোস্টেই তাঁর স্থূলতা নিয়ে ফের কটাক্ষ করতে দেখা গিয়েছে কয়েক জনকে ৷

ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এক ভক্তকে ডেটে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন শ্রীলেখা মিত্র ৷ সেই ভক্ত ডেটে যাওয়ার জন্য আব্দার করেন তাঁর কাছে ৷ তাতে এতটুকুও বিরক্ত না-হয়ে রাজি হয়ে যান অভিনেত্রী ৷ তবে ডেটে যাওয়ার জন্য একটি শর্ত চাপান তিনি ৷ বলেন, পথপশুদের যত্ন নিলে তবেই তিনি সেই ভক্তের সঙ্গে ডেটে যাবেন ৷ তাঁর শর্ত এক কথায় মেনে নিয়েছেন শশাঙ্ক নামে সেই ফলোয়ার ৷ তিনি জানান, এমনিতেই পাড়ার কুকুরদের খেতে দেন, যত্ন নেন ৷ আর এ বার শ্রীলেখার কথায় এক পথ কুকুরকে তিনি দত্তকও নিচ্ছেন ৷ শ্রীরামপুরের একটি সংস্থা থেকে আসছে সেই কুকুর ৷

আরও পড়ুন:আইসিইউ-তে রয়েছে সন্তান, পুত্রের জন্মের 2 মাস পর জানালেন দিয়া

এরপর আরও একটি কুকুরের ছবি পোস্ট করেছেন শ্রীলেখা ৷ সেই কুকুরটিকে যিনি দত্তক নেবেন, তাঁর সঙ্গে তিনি কফিডেটে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ৷ সচেতনতা বৃদ্ধির জন্যই তাঁর এই উদ্যোগ বলে দাবি অভিনেত্রীর ৷

Last Updated : Jul 15, 2021, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details